এটিকে মোহনবাগানের প্রাক্তনী জাভি হার্নান্দেজ ও রয় কৃষ্ণর গোলের হারল সবুজ মেরুন ব্রিগেড।
গোল শোধ করল এটিকে মোহনবাগান
দিমিত্রিয়স পেট্রাটসের গোলে ব্যবধান কমাল এটিকে মোহনবাগান। যদিও প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লেগে গোল পেল, তবু একটা আশার আলো দেখছে এটিকে মোহনবাগান।
আবার গোল..
আবার গোল.. এবার রয় কৃষ্ণের গোলে ২-০ এগিয়ে গেল বেঙ্গালুরু এফসি। ৯০ মিনিটের খেলা শেষ পাঁচ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে।
দুরন্ত গোল
জাভি হার্নান্ডেজের গোলে এগিয়ে গেল বেঙ্গালুরু এফসি। ম্যাচের ৭৮ মিনিটে দুরন্ত গোল করলেন জাভি হার্নান্ডেজ। ১-০ গোলে এগিয়ে গেল বেঙ্গালুরু এফসি।
৬০ মিনিট: এটিকে মোহনবাগান-০, বেঙ্গালুরু এফসি-০
৬০ মিনিটের খেলা শেষ তবে এখনও গোলের দেখা পাওয়া গেল না।
শুরু দ্বিতীয়ার্ধ
ম্যাচের প্রথম ৪৫ মিনিট ভালো খেলেছে এটিকে মোহনবাগান, এখন দেখার দ্বিতীয়ার্ধে কোন দল বাজিমাত করতে পারেন।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে আক্রমণের দিক থেকে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান। এখন দেখার দ্বিতীয়ার্ধে কি গোল পায় সবুজ মেরুন ব্রিগেড।
৩৫ মিনিটেও গোল এল না
৩৫ মিনিটের খেলা শেষ হয়ে গেল কিন্তু এখনও দুই দলই গোলের মুখ খুলতে পারল না। তবে বেশ কয়েকবার বেঙ্গালুরুর গোলের কাছে চলে গিয়েছিল এটিকে মোহনবাগান।
২০ মিনিটেও গোল শূন্য
২০ মিনিটের খেলা শেষ, এখনও গোল পেল না কোনও দল। তবে এদিন এটিকে মোহনবাগানের খেলা সকলকে মুগ্ধ করবে। বারবার মনবীররা বেঙ্গালুরুর বক্সে প্রবেশ করছে কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা।
আক্রমণে এটিকে মোহনবাগান
দারুণ পজিটিভ ফুটবল খেলছে এটিকে মোহনবাগান। বারবার বেঙ্গালুরুর উপর আক্রমণের ঝড় তুলেছে তারা। ১০ মিনিটের খেলায় গোল না হলেও মোহনবাগান দারুণ আক্রমণ চালাচ্ছে।
চার মিনিটেই কার্ড দেখলেন প্রীতম
ম্যাচের বয়স মাত্র চার মিনিট, তার মাঝেই হলুদ কার্ড দেখলেন প্রীতম।
HT বাংলার লাইভে স্বাগত
টানা চার ম্যাচ জিতে আসা বেঙ্গালুরুকে হারানোর কড়া চ্যালেঞ্জের মুখে এটিকে মোহনবাগান। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাতে পারলে ব্লাস্টার্সকে টপকে তিন নম্বরে উঠে পড়বে সবুজ-মেরুন বাহিনী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।