বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023: শুধু জরিমানা হবে কেরালার? ২০১২ ডার্বিতে বাগানের দল তোলার শাস্তিরই পুনরাবৃত্তি ঘটবে?

ISL 2023: শুধু জরিমানা হবে কেরালার? ২০১২ ডার্বিতে বাগানের দল তোলার শাস্তিরই পুনরাবৃত্তি ঘটবে?

বেঙ্গালুরুর বিরুদ্ধে কেরালার দল তুলে নেওয়া নিয়ে চলছে তীব্র বিতর্ক।

মোহনবাগানকে প্রথমে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। কিন্তু কোনও মতে, সেই নির্বাসনের শাস্তি এড়ায় বাগান। তার পরিবর্তে বিশাল বড় অঙ্কের জরিমানা করা হয়। এবং সেই সঙ্গে তাদের পুরো পয়েন্ট কেটে নেওয়া হয়। কেরালাকে কি নির্বাসিত করা হবে? নাকি জরিমানা দিয়েই বাগানের মতো পার পেয়ে যাবে তারা?

আইএসএলের প্রথম প্লে-অফেই ধুন্ধুমার বেধে গিয়েছিল। বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে নকআউটের ম্যাচে কেরালা ব্লাস্টার্স দল তুলে নেওয়ার পর থেকে উত্তাল ভারতীয় ফুটবল। এই ঘটনা মনে করিয়ে দিয়েছি ২০১২ সালের ডার্বির কথা। যে ডার্বিতে মোহনবাগানও বিরতির পর আর খেলতে নামেনি, দল তুলে নিয়েছিল। এবং তাদের পড়তে হয়েছিল কড়া শাস্তির মুখে। যদিও বাগান কর্তারা সে বার ফেডারেশনের প্রেসিডেন্ট এবং কর্তাদের ধরে কোনও রকমে নির্বাসনের শাস্তি আটকেছিল। এ বার আইএসএলের নকআউটে খেলতে নেমে ম্যাচ শেষ হওয়ার আগেই দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স? তাদের জন্য এ বার কী শাস্তি অপেক্ষা করছে?

মোহনবাগানকে প্রথমে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। কিন্তু কোনও মতে, সেই নির্বাসনের শাস্তি এড়ায় বাগান। তার পরিবর্তে বিশাল বড় অঙ্কের জরিমানা করা হয়। এবং সেই সঙ্গে তাদের পুরো পয়েন্ট কেটে নেওয়া হয়। অর্থাৎ শূন্য থেকে শুরু করতে হয়েছিল বাগানকে। কেরালাকে কি নির্বাসিত করা হবে? নাকি জরিমানা দিয়েই বাগানের মতো পার পেয়ে যাবে তারা?

শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নকআউটে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তারা সুনীল ছেত্রীর ফ্রি-কিক থেকে করা গোলকে অবৈধ বলে দাবি করে প্রতিবাদে মাঠ ছাড়ে। ঘড়িতে তখনও ২৬ মিনিট খেলা বাকি ছিল। কিন্তু কোচ ইভান ভুকোমানোভিচই প্লেয়ারদের মাঠ ছেড়ে বের হয়ে আসতে বলেন। এবং প্লেয়াররা তাঁকে অনুসরণ করেন।

আরও পড়ুন: আমি রেফারিকে জিজ্ঞেস করেই ফ্রি-কিক নিয়েছি- বিতর্কিত গোল নিয়ে সোজাসাপ্টা সুনীল

এফএসডিএলের সংবিধান অনুযায়ী, ম্যাচের মাঝে মাঠ ছাড়লে বড়সড় জরিমানা থেকে শুরু করে নির্বাসনের মতো বড় শাস্তি হতে পারে। এখন প্রশ্ন হল, কি ধরণের শাস্তি পাবে কেরালা ব্লাস্টার্স?

এক্ষেত্রে নিঃসন্দেহে বড় জরিমানার শাস্তিই পাবে কেরালা। ২০১৫ সালে আইএসএল ফাইনালের পর এফসি গোয়া পোস্ট ম্যাচ অনুষ্ঠানে না আসায় জরিমানার শাস্তি হয়েছিল তাদের। তবে কেরালা ব্লাস্টার্স এ বার পুরো ম্যাচ না খেলেই উঠে গিয়েছে। দোষটা আরও বড় তাদের। তবে বহুল জনপ্রিয় ও বিপুল সমর্থকদের ক্লাবকে নির্বাসিত করার সাহস আদৌ কর্তৃপক্ষ দেখাতে পারবে কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন!

লিগের ৩.৬.৪ ধারা অনুযায়ী, যদি কোনও ম্যাচ মাঝ পথে বন্ধ হয়ে যায়, এবং তার দায় যদি পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে কোনও দলের হয়ে থাকে, তবে সেই দলের পয়েন্ট কাটা হবে। নির্বাসনের শাস্তি পর্যন্ত হতে পারে। এমন কী মোটা অঙ্কের জরিমানাও হতে পারে।

আরও পড়ুন: ISL-এর ম্যাচ ঘিরে বিতর্কের ঝড়, দল তুলে নিল কেরালা, সেমিতে সুনীলরা- ভিডিয়ো

এ ছাড়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়ার জন্য কেরালার হেড কোচ ইভান ভুকোমানোভিচকে দুই থেকে তিন বছরের জন্য নির্বাসিতও করা হতে পারে। ইভান সহ কেরালা ব্লাস্টার্সের পুরো সাপোর্ট স্টাফই একই শাস্তি পেতে পারেন, এমনটা শোনা যাচ্ছে।

এ দিকে এই বিতর্কের পর কেরালা সমর্থকদের গণ রিপোর্টের কারণে আইএসএলের ইনস্টাগ্রাম পেজ থেকে বেঙ্গালুরুর জয়ের পোস্ট তুলে নেওয়া হয়। আইএসএলের সোশ্যাল মিডিয়াগুলিতে হাজার-হাজার কেরালা সমর্থক আনফলো করেছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু করে দিয়েছে কেরালার সমর্থকেরা।

সেক্ষেত্রে কেরালার সামান্য শাস্তিও হতে পারে। আগামী আইএসএলের শুরুতেই পয়েন্ট কেটে নেওয়া হতে পারে কেরালার। অর্থাৎ নেগেটিভ পয়েন্ট নিয়ে পরের আইএসএল শুরু করতে পারে তারা। যা খবর, এই শাস্তি দেওয়া নিয়ে এফএসডিএল, ম্যাচ রেফারি এবং ম্যাচ অফিশিয়ালরা আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় বসতে পারে কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টের সঙ্গে। তবে সুপার কাপ যেহেতু ফেডারেশন আয়োজন করবে, সেই টুর্নামেন্টে এই ঘটনার প্রভাব কোনও ভাবেই কেরালার উপর পড়ার কথা নয়।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.