ISL- East Bengal vs Bengaluru FC Live Updates-কান্তিরাভায় বেঙ্গালুরুর মুখোমুখি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ ভুলে নতুন উদ্যোমে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই ঝাঁপাতে প্রস্তুত লালহলুদ শিবির। ম্যাচ হেরে গেল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের লাইভ সম্প্রচার এখানেই শেষ…
আবারও লাইভ আপডেট নিয়ে আমরা ফিরব পরের ম্যাচে…
কান্তিরাভায় জিতল বেঙ্গালুরু এফসি
কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের প্রথম ম্যাচে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারাল বেঙ্গালুরু এফসি, গোলদাতা ভিনিথ। মাঝমাঠে শুরু থেকে তালালের না থাকা ডোবাল ইস্টবেঙ্গলকে। পরের ম্যাচে কার্লেস নিশ্চয় চাইবেন রক্ষণ গুছিয়ে নিয়ে, আক্রমণে তালালকে আগে থেকে খেলাতে অথবা হিজাজির পরিবর্তে আগেই ক্লেইটনকে নামাতে…
ফুলটাইম- বেঙ্গালুরু এফসি ১, ইস্টবেঙ্গল ০
আইএসএলের প্রথম ম্যাচেই হেরে গেল ইস্টবেঙ্গল, কান্তিরায়া জয় বেঙ্গালুরু এফসির
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৯০"
গোলের সুযোগ বেঙ্গালুরুর, কোনও মতে সেভ দিলেন গিল…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৯০"
কর্নার ইস্টবেঙ্গলের দফলে, আপাতত মাঠে শুয়ে পড়েছেন বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু! একটু আগে ঝগড়া করতে গেলেও ম্যাচ শেষের আগে হঠাৎই পায়ে টান ধরল সান্ধুর…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৯০"
ম্যাচে উত্তেজনা, মাদিহ তাালকে পিছন থেকে লাথি মারেন সুরেশ, হলুদ কার্ড সুরেশ এবং গুরপ্রিত সিং সান্ধুকে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৯০"
আক্রমণে উঠে আসার চেষ্টায় ইস্টবেঙ্গলের, পরপর আক্রমণ করলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছে না ইস্টবেঙ্গল… মরিয়া চেষ্টা চালাচ্ছেন তালাল, ক্লেইটনরা
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৯০"
নির্ধারিত সময়ের খেলা শেষ, ৮ মিনিট যোগ করা হল…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৮৭"
লালকার্ড ইস্টবেঙ্গলের নুঙ্গাকে, আগেই হলুদ কার্ড ছিল তাঁর। রায়ান উইলিয়ামসকে ফাউল করায় দশ জনে হয়ে গেল ইস্টবেঙ্গল…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৮২"
বক্সের ভিতর দুরন্ত শট ক্লেইটন সিলভার, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৮১"
আক্রমণে চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, ফাউল করা হল মাদিহ তালালকে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৭৬"
মাঠে নামানো হয়েছে ক্লেইটন সিলভা, বিষ্ণুকে। আক্রমণে উঠছে ইস্টবেঙ্গল…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৭৫"
জোড়া আক্রমণ ইস্টবেঙ্গলের, বেঙ্গালুরুও পাল্টা আক্রমণে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৬৭"
দূর থেকে জোরালো শটের চেষ্টা জিকসন সিংয়ের, কিন্তু বল মাঠের বাইরে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৬৪"
বিক্ষিপ্তভাবে আক্রমণে আসছে দুই দল! গোলের সামনে সেভাবে সুযোগ করে উঠতে পারছে না ইস্টবেঙ্গল! পজিটিভ স্ট্রাইকারের অভাবে ভুগছে লালহলুদ…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৫৫"
ইস্টবেঙ্গলের পরিবর্তন! মাঠে এলেন মাদিহ তালাল, বাইরে গেলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৫৩"
জোরালো শট বেঙ্গালুরুর ফুটবলার মেন্ডেজের, কিন্তু বল সরাসরি প্রভশুখন গিলের কাছে
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৫১"
একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট নন্দকুমার শেখরের শট…নুনেজকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন হিজাজি মাহের…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৪৭"
ভুল করে ফেলেছিলেন গিল, একটু হলেও বিপদ হতে পারত…বেঙ্গালুরুর কর্নার মাঠের বাইরে…
শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা…
শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা, মাঠে নামছেন দুই দলের ফুটবলাররা…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - প্রথমার্ধের খেলা শেষ…
নন্দকুমারের শট সরাসরি গুরপ্রিতের হাতে…প্রভশুখন গিলের শট চলে এসেছিল দিয়ামানতাকোসের কাছে, কিন্তু মাথা ছোঁয়াতে পারেননি তিনি।
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৪৫"
প্রথমার্ধে দেওয়া হল তিন মিনিট সংযুক্তি সময়…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৪৫"
আবারও ফাউল করলেন হিজাজি মাহের। সাইড লাইনে অনুশীলন করছেন মাদিহ তালাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই হিজাজিকে বসিয়ে সম্ভবত তালালকে মাঠে নামাবেন কুয়াদ্রাত…এদিকে সুরেশের শট গোল পোস্টের দূর দিয়ে চলে গেল…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৪০"
ইস্টবেঙ্গলের আক্রমণ, নন্দকুমার চেষ্টা করলেও বল কর্নার করে দিলেন বেঙ্গালুরু ডিফেন্ডাররা…এখনও বল ইস্টবেঙ্গলের দখলে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৩৭"
সাউল ক্রেসপোকে ফাউল করলেন সুরেশ, ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল…শট নেবেন মাহেশ…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৩৫"
ফ্রি কিক থেকে নেওয়া সুনীল ছেত্রীল শট বাইরে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৩৫"
আবারও আক্রমণে বেঙ্গালুরু এফসি…বক্সের বাইরে এবার ভিনিথ ভেঙ্কটেশকে ফাউল করলেন হিজাজি মাহের, ফ্রি কিক বেঙ্গালুরুর অনুকূলে…
ইস্টবেঙ্গল ০ বনাম বেঙ্গালুরু ১ - ৩১"
ড্রিঙ্কস ব্রেক… আপাতত পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল! লালহলুদের মাঝমাঠ একদম কাজ করছে না, বলই পাচ্ছেন না দিয়ামানতাকোস…নিষ্প্রভ সাউল ক্রেসপো…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ২৬" - পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল
কান্তিরাভায় পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দিলেন ভিনিথ…মেন্ডেজের সাজিয়ে দেওয়া বল থেকে জোরালো শটে গোল করে গেলেন আইএসএল অভিষেক ম্যাচে নামা ভিনিথ…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ২৪"
আবারও হলুদ কার্ড! এবার মেন্ডেজের জার্সি টেনে ধরায় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হেক্টর য়ুসতে। কোথাও একটা ফিটনেস জনিত সমস্যা হওয়াতেই বারবার বেঙ্গালুরুর ফুটবলারদের ফাউল করে ফেলছেন লালহলুদ ফুটবলাররা…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ১৮"
মেন্ডেজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, নাহলে কঠিন পরীক্ষায় পড়তে হত গিলকে…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ১৪"
সুযোগ পেয়ে গেছিলেন সুনীল ছেত্রী, কিন্তু অবৈধভাবে বল নেওয়ার জন্য ফাউল দেওয়া হল তাঁর বিরুদ্ধে…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ১২"
প্রথম আক্রমণ ইস্টবেঙ্গলের, দুরন্ত শট জিকসন সিংয়ের। দূরপাল্লার শটে গুরপ্রীতের পরীক্ষা নিলেন জিকসন। অনবদ্য সেভ বেঙ্গালুরু গোলরক্ষকের…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ৮"
আলবার্তো নোগুয়ারার ওপর ফাউল লালচুননুঙ্গার, হলুদ কার্ড দেখলেন নুঙ্গা…টানা আক্রমণে বেঙ্গালুরু….
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ৬"
ভালো আক্রমণ বেঙ্গালুরুর, কিন্তু বল ধরলেন গিল… ডানপ্রান্ত দিয়ে ফের আক্রমণ, ক্লিয়ার করলেন হেক্টর য়ুস্তে
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ৪"
সুরেশের ওপর বাজেভাবে ফাউল, হলুদ কার্ড দেখলেন নন্দকুমার শেখর…
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ২"
ম্যাচের প্রথম মিনিটেই জোড়া ফাউল। ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী এবং বেঙ্গালুরুর নিখীল পূজারি ফাউল করলেন
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু- ১"
খেলা শুরু হল…
মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা…
ISL 2024-25-র নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামলেন সুনীল ছেত্রী, সাউল ক্রেসপোরা…
ওয়ার্ম আপে দুই দল
মাঠে নেমে ওয়ার্ম আপ সাড়ছে দুই দল। সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর আক্রমণভাগের সামনে লড়াই হিজাজি মাহের-হেক্টু য়ুসতের ইস্টবেঙ্গলের রক্ষণভাগের। জোড়া বিদেশি ডিফেন্ডার খেলিয়ে কান্তিরাভা থেকে পয়েন্ট আনার লক্ষ্যে লালহলুদ শিবির…
আইএসএলে আজকের প্রথম ম্যাচে জিতল চেন্নাইয়িন এফসি
আইএসএলে আজ বিকেল পাঁচটায় ম্যাচ ছিল ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসির, সেখানে ৩-২ গোলে জিতল চেন্নাই
লালহলুদের রিজার্ভ বেঞ্চে রয়েছেন মাদিহ তালাল
লালহলুদের রিজার্ভ বেঞ্চে রয়েছেন মাদিহ তালাল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ-
গোলরক্ষক প্রভশুখন গিল, রাকিপ, য়ুসতে, হিজাজি, নুঙ্গা, জিকসন, সৌভিক, সাউল, নন্দকুমার, দিয়ামানতাকোস, মহেশ
দুই দলের ফুটবলারদের তাতাতে মাঠে হাজির সমর্থকরা…
শুধু ব্যাঙ্গালোরের ইস্টবেঙ্গল সমর্থকরাই নন, কলকাতা থেকেও বহু সমর্থক দলকে সমর্থন করতে উড়ে গেছেন বেঙ্গালুরু এফসি ম্যাচ দেখতে…
বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ-
গোলে গুরপ্রিত সিং সান্ধু, নিখিল পুজারি,রাহুল ভেকে, জোভানোভিচ, রোশন সিং, আলবার্তো নোগুয়ারা, সুরেশ, পেদ্রো, ভিনিথ, মেন্ডেজ এবং সুনীল ছেত্রী
ম্যাচ খেলতে কান্তিরাভায় পৌঁছে গেল দুই দল
আইএসএলে নিজেদের অভিযান শুরু করতে মাঠে এল ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফসির ফুটবলাররা
ইস্টবেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি Live Updates
আজ আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি। আপনাদের ম্যাচের লাইভ ব্লগে স্বাগত…
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।