বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2024-25: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মহমেডানকে ৩ গোল, সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

ISL 2024-25: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মহমেডানকে ৩ গোল, সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

মহমেডানকে ৩ গোল,সুপার সিক্সের আশা শেষ হওয়ার পর জ্বলে উঠল ইস্টবেঙ্গল।

Mohammedan SC vs East Bengal, Indian Super League 2024-25: মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল। তবে সেই অঙ্কটা বড় জটিল। এদিকে টেবলের লাস্টবয় মহমেডান আরও তলানিতে তলিয়ে গেল।

রবিবারের মিনি ডার্বি ছিল নেহাৎ-ই জৌলুসহীন। শুধুমাত্র নামেই ছিল এটি ডার্বি। আদতে ১১ বনাম ১৩ নম্বর দলের লড়াই ছিল। আর হিসাব মতো সেই লড়াইয়ে যে ফলাফল কাঙ্খিত ছিল, তেমনটাই হয়েছে। মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এতে লিগ টেবলের লাস্টবয় মহমেডান আরও তলানিতে গিয়েছে ঠিকই, ম্যাচ জিতেও ইস্টবেঙ্গলের আহামরি কোনও লাভ হয়নি। তারা পয়েন্ট টেবলের সেই ১১ নম্বরেই রয়ে গিয়েছে। তবে অঙ্কের জটিল হিসাবে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে। তবে সেই অঙ্ক বড় জটিল।

আগের ম্যাচে (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়িন এফসি-র কাছে হেরে সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে লাল-হলুদের। তাই মহমেডানের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই অর্থে আলাদা করে কোনও মোটিভেশন ছিল না ইস্টবেঙ্গল প্লেয়ারদের। কিন্তু দলের কোচ অস্কার ব্রুজো বলেছিলেন, এই ম্যাচটি তাঁদের কাছে সম্মান রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে লেটার মার্কস নিয়েই উতরে গেল লাল-হলুদ ব্রিগেড। সব আশা কার্যত শেষ হওয়ার পর যেন জ্বলে উঠল ইস্টবেঙ্গল। তবে বড় বেশি দেরী করে ফেলল তারা। ২০টি ম্যাচ খেলে এবারের লিগে ইস্টবেঙ্গলের এটি ষষ্ঠ জয়। মহমেডানের জয়ের সংখ্যা দুই। এদিন যুবভারতীতে লাল-হলুদ জার্সিতে গোল করলেন নওরেম মহেশ, সাউল ক্রেসপো এবং ডেভিড লালনসাঙ্গা। মহমেডানের হয়ে একটি মাত্র গোল করেন কার্লোস ফ্র্যাঙ্কা।

আরও পড়ুন: ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে মোহনবাগান, কোন অঙ্কে?

এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০ ম্যাচে ২১। বাকি রয়েছে চার ম্যাচ। এই চারটি ম্যাচ যদি লাল-হলুদ জেতে, তবে তারা সর্বোচ্চ ৩৩ পয়েন্টে যেতে পারে। আর চারে থাকা নর্থইস্ট ইউনাইটেডের পয়েন্ট এখন ৩২ (২১ ম্যাচ), যথাক্রমে পাঁচ এবং ছয়ে থাকা বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটির পয়েন্ট ৩১। দুই দলই ২০টি করে ম্যাচ খেলেছে। ওড়িশা রয়েছে সাতে। তাদের ২১ ম্যাচে ২৯ পয়েন্ট। আট থেকে দশে থাকা কেরালা ব্লাস্টার্স (২০ ম্যাচে ২৪), পঞ্জাব এফসি (২০ ম্যাচে ২৪), চেন্নাইয়িন এফসিও (২১ ম্যাচে ২৪) এগিয়ে লাল-হলুদের চেয়ে। এদের সবাইকে টপকে সুপার সিক্সে জায়গা করে নেওয়াটা ব্রুজোর দলের কাছে অসম্ভব বৈকি! কারণ প্রত্যেকেরই তিন-চারটি করে ম্যাচ বাকি রয়েছে। তবু কথাতেই আছে, যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ!

আরও পড়ুন: খেলার মাঠ নাকি যুদ্ধক্ষেত্র, ফুটবল মাঠে বন্দুক প্রদর্শন, পুলিশ হেফাজতে পাঁচ দুষ্কৃতি

এই ম্যাচে শুরু থেকেই মহমেডানের তুলনায় আক্রমণের মেজাজে ছিল ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে প্রথম গোলের মুখ খোলেন নওরেম মহেশ। বিষ্ণুর টাচ থেকে অসাধারণ একটি গোল। বিরতিতে ১-০ এগিয়েছিল লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে মহমেডান শুরুর দিকে সেভাবে আক্রমণ করতে পারেনি। উল্টে নিজেদের রক্ষণের ভুলে আরও একটি গোল হজম করে বসে তারা। ৬৫ মিনিটে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলকে ২-০ গোলে এগিয়ে দেন। গোল কিক থেকে ডিফেন্ডার মাফেলাকে বল দিয়েছিলেন গোলরক্ষক পদম। কিন্তু বল নিজের পায়ে রাখতেই পারেননি মাফেলা। সেই বল পেয়ে যান মেসি বাউলি। তাঁর বাড়ানো পাস থেকে দলকে ২-০ এগিয়ে দিয়েছিলেন সাউল ক্রেসপো।

আরও পড়ুন: মহমেডানের কোচের দেখা নেই, আদৌ ফিরবেন চের্নিশভ?

দ্বিতীয় গোল হজম করার পর কিছু নড়েচড়ে বসে মহমেডান স্পোর্টিং ক্লাব। ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের রাকিপকে ঘাড়ে নিয়ে ফ্রাঙ্কার গোলে কিছুটা হলেও তারা ব্যবধান কমায়। তবে ম্যাচের ৮৮ মিনিটে মহমেডানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ডেভিড লালনসাঙ্গা। তবে পুরনো দলের বিরুদ্ধে গোল করার কারণে সেভাবে সেলিব্রেট করেননি তিনি। তবে মিনি ডার্বিতে ৩-১ জিতে ইস্টবেঙ্গল মাঠ ছাড়ায় সেলিব্রেশনের কিছুটা সুযোগ পেয়েছেন লাল-হলুদ সমর্থকেরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি দোকান খোলার মুহূর্তে ওষুধ ব্যবসায়ীর বুকে গুলি! মাদক-প্রতিবাদের জের? পুলিশ বলছে.. ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো উজ্জ্বল ত্বক চান? এই ৬টি ফল রোজ খান বেশি করে চিংড়ির পদ দিয়ে ভাত মেখে তৃপ্তির মধ্যাহ্নভোজ, তারপরই মৃত্যু কিশোরের! ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন?

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.