একাদশ আইএসএলের প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ১৩ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে ডিফেন্ডিং শিল্ডজয়ীরা। গতবার শিল্ড জিতেছিল মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। অর্থাৎ একেবারে ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে একাদশ আইএসএল। পরদিনই (১৪ সেপ্টেম্বর) নামছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। আর এবার আইএসএলে প্রমোশন পাওয়া মহমেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে নামবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
তবে এখনও পর্যন্ত আইএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি জানিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। ততদিনে মোহনবাগান মোট ১৩টি ম্যাচ খেলবে। একইভাবে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবেরও ১৩টি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। তিনটি ক্লাবের সব ম্যাচের সূচি দেখে নিন। কোন দলের বিরুদ্ধে খেলবে, কবে খেলা পড়েছে, কখন খেলা শুরু, সব দেখে নিন এখানে।
মোহনবাগানের ম্যাচের সূচি
১) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি: ১৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
২) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ২৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৩) বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ২৮ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, বেঙ্গালুরু।
৪) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ৫ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৫) ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ১৯ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৬) হায়দরাবাদ এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ৩০ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, হায়দরাবাদ।
৭) ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ১০ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ওড়িশা।
৮) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি: ২৩ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৯) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি: ৩০ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
১০) নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ৮ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, গুয়াহাটি।
১১) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স এফসি: ১৪ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
১২) এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ২০ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, গোয়া।
১৩) পঞ্জাব এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ২৬ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, দিল্লি।
ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি
১) বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল: ১৪ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, বেঙ্গালুরু।
২) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল: ১৪ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কোচি।
৩) ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া: ২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৪) জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল: ৫ অক্টোবর, বিকেল ৫ টা, জামশেদপুর।
৫) ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ১৯ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৬) ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল: ২২ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ওড়িশা।
৭) ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ৯ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৮) ইস্টবেঙ্গল বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ২৯ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৯) চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল: ৭ ডিসেম্বর, বিকেল ৫ টা, চেন্নাই।
১০) ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি: ১২ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
১১) ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি: ১৭ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
১২) ইস্টবেঙ্গল বনাম জামশেপদপুর এফসি: ২১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
১৩) হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল: ২৮ ডিসেম্বর, বিকেল ৫ টা, হায়দরাবাদ।
মহমেডানের ম্যাচের সূচি
১) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড: ১৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
২) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম এফসি গোয়া: ২১ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
৩) চেন্নাইয়িন এফসি বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ২৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, চেন্নাই।
৪) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ৫ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৫) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম কেরালা ব্লাস্টার্স এফসি: ২০ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
৬) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম হায়দরাবাদ এফসি: ২৬ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
৭) ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ৯ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৮) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গালুরু এফসি: ২৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
৯) জামশেদপুর এফসি বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ২ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, জামশেদপুর।
১০) পঞ্জাব এফসি বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ৬ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, দিল্লি।
১১) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম মুম্বই সিটি এফসি: ১৫ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
১২) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ২২ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কোচি।
১৩) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম ওড়িশা এফসি: ২৭ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কিশোর ভারতী স্টেডিয়াম।
একাদশ ISL-র সব দলের সূচি (৩০ ডিসেম্বর পর্যন্ত)
অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের ১১টি করে ম্যাচ বাকি থাকছে। সেগুলির সূচি পরে ঘোষণা করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।