বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2024-25: শুক্রবার মুম্বই ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোলিনা, সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের

ISL 2024-25: শুক্রবার মুম্বই ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোলিনা, সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের

শুক্রবার মুম্বই ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোহনবাগানের কোচ জোসে মোলিনা (ছবি-এএনআই)

Mohun Bagan Super Giant vs Mumbai City: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। তাঁকে বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল। শুক্রবার মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ারও অঙ্গীকার নিয়েছেন জোসে মোলিনা।

শুভব্রত মুখার্জি:- শুক্রবার আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট দল। কয়েকদিন আগেই শেষ হয়েছে ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল মোহনবাগান দল। যদিও ডিফেন্সের ভুলের কারণেই শিরোপা জয় সম্ভব হয়নি সবুজ মেরুনের। তা বিলক্ষণ জানেন মোহনবাগানের কোচ জোসে মোলিনা। আইএসএলের প্রথম ম্যাচেই বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি মোহনবাগান। মুম্বই সিটি এফসি, মোহনবাগানের কাছে শক্ত গাট। যদিও শেষ মরশুমে তাদের হারিয়েই আইএসএলের শিল্ড জেতে মোহনবাগান। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। তাঁকে বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল। শুক্রবার মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ারও অঙ্গীকার নিয়েছেন জোসে মোলিনা।

আরও পড়ুন… IND vs BAN Test: পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক

জোসে মোলিনা জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমরা শুধুই মুম্বই সিটি ম্যাচ নিয়েই ভাবছি। এখনও ডার্বির জন্য যথেষ্ট সময় বাকি রয়েছে। আপাতত আমি জানি শুক্রবারের ম্যাচে আমাদের প্রতিদ্বন্দ্বী মুম্বই। আর সেই ম্যাচের জন্য দলকে প্রস্তুত করেছি। আশা করি দর্শকদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারব। এই ম্যাচের জন্য আমরা মানসিকভাবে তৈরি। দুটো দলই যথেষ্ট ভালো। সব সময় আমাদের এটাই লক্ষ্য থাকবে ওদের থেকে মানসিকভাবে এগিয়ে থাকতে। আমাদের ছেলেরা সেরাটা মাঠে উজাড় করে দেবে এটাই আশ্বাস দিতে পারি।’

আরও পড়ুন… গৌতম গম্ভীরের পরিবর্তে KKR-এর মেন্টর হবেন রিকি পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক?

সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে মোহনবাগানকে সমস্যায় ফেলেছে রক্ষণের দুর্বলতা। দুই বিদেশি ডিফেন্ডার নিয়েও সমস্যা কাটেনি। গত মরশুমে আনোয়ার আলি যে দায়িত্বটা নিয়ে ডিফেন্সে খেলেছিলেন এবার ডিফেন্সে সেই দায়িত্ব নেওয়া লোকটার যেন অভাব। বিষয়টি নিয়ে বলতে গিয়ে সাবধানী মোলিনা জানিয়েছেন, ‘আমাদের দলে এগারো জন খেলে। যদি আমরা ভুল করি তাহলে কিন্তু সেটা গোটা দলেরই ভুল হবে। সবাইকে যেমন আক্রমণে যেতে হবে, তেমনই রক্ষণও পাশাপাশি সামলাতে হবে। ডুরান্ড কাপে আমরা গোল খেয়েছি। অবশ্যই আমরা সেটা নিয়ে খুশি নই। সেটার সমাধান খুঁজছি আমরা।’

আরও পড়ুন… AFG vs SA ODI: ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

মোহনবাগানের কোচ আরও বলেন, ‘আশা করব খুব তাড়াতাড়ি সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। গত মরশুমের শেষ দিকের কয়েকটি ম্যাচ আমি দেখেছিলাম। তখন অন্য কোচ ছিলেন। দলেও পরিবর্তন এসেছে। কিন্তু গত মরশুমে কী হয়েছে আমরা কেউ আর মনে রাখতে চাই না। সেটা অতীত। আমাদের বর্তমানে ফিরে আসতে হবে। বর্তমানে দাঁড়িয়ে সেরা ফুটবলটা উপহার দিতে চাই আমাদের ভক্তদেরকে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রেম ভাঙার পর করিনার বুদ্ধিতেই…! অনন্যা পাণ্ডে ফাঁস করলেন বেবোর দেওয়া টিপস রাতভর বৃষ্টিতে দার্জিলিং পাহাড়ে ধস, মৃত্যু ১ জনের, আশঙ্কা পুজোর পর্যটন নিয়ে কাশীর একের পর এক মন্দির থেকে সাইবাবার মূর্তি সরাচ্ছে 'সনাতন রক্ষক'রা কাঞ্চনের সঙ্গে বিয়ের পর শ্রীময়ীর ১ম পুজো, তবে এবার পুজো কীভাবে কাটবেন পিঙ্কি? HCA-তে আর্থিক তছরুপের অভিযোগ! হরিয়ানা নির্বাচনের মুখেই আজহারউদ্দিনকে সমন ইডির! বাংলায় ঠিক কবে দুর্গাপুজো শুরু হয়েছিল? এর নেপথ্যে রয়েছে কোন ইতিহাস? এই হয়তো বোমা পড়ল! যুদ্ধের আবহে ইজরায়েলে আতঙ্কে দিন কাটছে বাংলার মানুষের পুজোর আগে রান্নাঘরে তেল-চিটে? পরিষ্কার করতে লাগবে কয়েকটা কারিপাতা,তারপর…রইল টিপস ICCর দুর্নীতি দমন শাখার সঙ্গে চালাকি! ১ বছর নির্বাসিত শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার পুজোর বাসনে চমক ফেরাতে চান? খুব সহজে পরিষ্কার করে নিন এভাবে, রইল টিপস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.