মরশুমের মাঝপথেই বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। হাঁটুর চোটের কারণে চলতি আইএসএল থেকে ছিটকে গেলেন ইমামি ইস্টবেঙ্গল এফসির মিডফিল্ডার মাদিহ তালাল। ইমামি ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে এই খবর জানান হয়েছে। মিডিয়া বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, আইএসএল ২০২৪-২৫-এর বাকি মরশুমে আর তালালকে পাওয়া যাবে না।
কী জানিয়েছে ইস্টবেঙ্গল-
ইস্টবেঙ্গলের তরফ থেকে এটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, ‘ইমামি ইস্টবেঙ্গল এফসি মিডফিল্ডার মাদিহ তালাল দুর্ভাগ্যবশত ওড়িশা এফসির বিরুদ্ধে সাম্প্রতিক হোম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। তাঁর মেডিকেল রিপোর্ট মূল্যায়ন করার পর, ক্লাব নিশ্চিত করতে পেরেছে যে তাঁকে ২০২৪-২৫ আইএসএল মরশুমের বাকি অংশে পাওয়া যাবে না। তাঁকে বাদ দিয়েই মাঠে নামবে দল। আমরা মাদিহের দ্রুত সুস্থতা কামনা করি এবং ভবিষ্যতের উন্নয়নের আপডেট শেয়ার করব।’
দেখুন ইস্টবেঙ্গলের তরফ থেকে কী বিবৃতি দেওয়া হয়েছে-
আরও পড়ুন… অবসরের পরে বাড়ি ফিরতেই মেয়ের থেকে মিষ্টি উপহার পেলেন অশ্বিন! শেয়ার করলেন ছবি
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খারাপ খবর-
গত ম্যাচেই পিছিয়ে গিয়েও পঞ্জাবের এফসির বিরুদ্ধে ৪-২ গোলে জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তার পরেই খারাপ খবর এল লাল হলুদ সমর্থকদের জন্য। মাঝমাঠের ভরসা তালালকে চলতি আইএসএলে আর পাবে না ইস্টবেঙ্গল।
আরও পড়ুন… সপরিবারে 67th National Shooting Championship-এ নামবেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার
নতুন ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল মাদিহ তালালকে ‘আনরেজিস্টার’ করিয়ে নতুন ফুটবলারকে সই করাতে পারে। মাদিহ তালালের পরিবর্ত হিসাবে জনি কাউকোর নাম উঠে আসছে। মোহনবাগানকে গত মরশুমে লিগ-শিল্ড জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলন জনি কাউকো। বর্তমানে মোহনবাগানের প্রাক্তনী জনি কাউকো খেলেন আইলিগের দল ইন্টার কাশীতে। সূত্র মারফৎ শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।