আইএসএল ২০২৪-২৫-এর মাঝেই বড় সমস্যায় পড়ল মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের অন্যতম স্পনসর শ্রাচী স্পোর্টস জানিয়ে দিয়েছে যে তারা আপাতত মহমেডান ক্লাবের জন্য নিজেদের বিনিয়োগ বন্ধ রাখছে। কারণ, ক্লাবের সঙ্গে তাদের চুক্তি (‘মউ’) শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে ক্লাবের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও শ্রাচী এখনও কোনও শেয়ার পায়নি। এই পরিস্থিতিতে বিনিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শ্রাচী স্পোর্টস।
মহমেডানের বর্তমান সমস্যা
১) প্রথমবার আইএসএল খেলতে নেমে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে মহমেডান।
২) বেতন না পাওয়ার অভিযোগে দলের অনেক বিদেশি ফুটবলার ও অন্যরাও অনুশীলনে আসছেন না।
৩) রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু সোমবার মাত্র ৫ জন ফুটবলার অনুশীলনে আসেন।
৪) ইনভেস্টরদের দাবি, ফুটবলারদের বেতন খুব বেশি বাকি নেই। অর্থাৎ বেতন নিয়ে ক্লাব ও ফুটবলারদের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে।
আরও পড়ুন… BCCI-এর কঠোর আচরণবিধি দেখে অবাক ইয়ান হিলি! অন্যান্য দলকে সতর্ক করলেন প্রাক্তন অজি তারকা
ক্লাবের পক্ষ থেকে শ্রাচীর বর্তমান অবস্থান কী?
শ্রাচী স্পোর্টস জানিয়েছে—
১) ‘মউ’ চুক্তির ভিত্তিতে তারা ৫০%-এর বেশি টাকা ক্লাবকে দিয়েছে।
২) কিন্তু এখনও ক্লাবের তরফ থেকে শেয়ার হস্তান্তর করা হয়নি।
৩) চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা আর নতুন বিনিয়োগ করবে না।
৪) ফলে মহমেডানের আইএসএল খেলা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন… IND vs ENG: ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই ECB-র বড় পদক্ষেপ! ব্রুককে দেওয়া হল বড় দায়িত্ব
পরবর্তী পদক্ষেপ কী হতে পারে?
১) মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ, শ্রাচী ও বাঙ্কারহিল-এর মধ্যে বৈঠক হওয়ার কথা।
২) শ্রাচীর দাবি, সমস্যা সমাধান হলে তারা স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে চায়।
৩) শোনা যাচ্ছে, ৬১% শেয়ার বাঙ্কারহিল পাবে, আর সেখান থেকে ৩০.৫% শ্রাচী পাবে।
৪) কিন্তু ১৫ জানুয়ারি ‘মউ’ চুক্তি শেষ হওয়ায় এখন সব খরচ ক্লাবকেই চালাতে হবে।
৫) শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে ২০ দিন লাগতে পারে।
আরও পড়ুন… ৩৫ নয়, ২৫ বছর বয়সেই ক্রিকেট ছাড়তে চেয়েছিলাম: অবসরের পরে কেন এমন বললেন বরুণ অ্যারন?
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে চাপে মহমেডানকে চাপে ফেলল শ্রাচী
এখন দেখার বিষয়, ক্লাব কীভাবে এই সংকট কাটিয়ে উঠতে পারে। বর্তমানে মহমেডান ও শ্রাচীর সম্পর্ক মোটামুটিভাবে শেষ। ফলে আইএসএলের বাকি থাকা ম্যাচগুলি মহমেডান কী ভাবে খেলবে, সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে আরও সমস্যায় পড়ল মহামেডান। আগামী রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সাদা-কালো ব্রিগেডের। কিন্ত তার আগে দলের এই অবস্থায় সমর্থকেরা চিন্তায় পড়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।