Mohun Bagan vs Mohammedan: আইএসএল ২০২৪-২৫-এ কলকাতা মিনি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মহমেডান। এই ম্যাচে দাপুটে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কলকাতার মিনি ডার্বি বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। শক্তি-দুর্বলতা কিংবা পরিসংখ্যান এখানে তেমন গুরুত্ব পায় না, কারণ এমন ম্যাচে স্নায়ুর চাপ ও পারফরম্যান্সই মূল ভূমিকা পালন করে।
তবে প্রথমবার আইএসএলে খেলতে নামা মহমেডান স্পোর্টিংয়ের কাছে এটি কার্যত এক অসম লড়াই ছিল। শেষ পর্যন্ত মহমেডান অসম্ভবকে সম্ভব করতে পারেনি। অপরদিকে, নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে মোহনবাগান। এই ম্যাচে মহমেডানকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে সবুজ মেরুন ব্রিগেড। দলগত শক্তি ও অভিজ্ঞতার মর্যাদা বজায় রেখেছেন সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা। এদিনের ম্যাচে দলের হয়ে শুভাশিস বোস ও মনবীর সিং জোড়া গোল করেন।
আরও পড়ুন… আমি সবসময়ই আপনার দক্ষতা এবং কৌশলকে… ঋদ্ধিমান সাহার বিদায়ী মঞ্চে ঋষভ পন্তের হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি
আইএসএলের প্রথম মরশুমে খেললেও মহমেডান ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচে চমক দেখিয়েছে। তারা অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় পেয়েছিল এবং শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছিল। তাই মোহনবাগানের বিরুদ্ধে লড়াইয়ের আগে মহমেডানের সহকারী কোচ মেহরাজউদ্দিন এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার দল জিততে পারেনি।
আরও পড়ুন… এটা কি IPL হচ্ছে নাকি… শিবমের কনকাশন সাবস্টিটিউট হিসেবে কী করে হর্ষিত অনুমোদন পেলেন? অশ্বিনের প্রশ্ন
ম্যাচের প্রথমার্ধেই মোহনবাগান তিনটি গোল করেছিল আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে। ম্যাচের ১২তম মিনিটে অধিনায়ক শুভাশিস বোস দলের হয়ে প্রথম গোল করেন। এরপর ২০ মিনিটে মনবীর সিং দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ দিকে শুভাশিস বোস নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে তৃতীয় গোল করেন। এর পর মহমেডানের বিদেশি ফুটবলার কাসিমোভ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
আরও পড়ুন… WPL 2025 খেলবেন না অ্যালিসা হিলি, বিশ্বকাপের পর সম্ভাব্য অবসর নিয়ে রাখলেন ধোঁয়াশা
দ্বিতীয়ার্ধে দশজনের মহমেডান তুলনামূলকভাবে ভালো লড়াই করলেও ম্যাচের ৫৩তম মিনিটে মনবীর সিং নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন। এরপর আর কোনও গোল না হলেও মোহনবাগান সহজ জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে মোহনবাগান আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহনবাগান। অন্যদিকে মহমেডান ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। মহমেডানের পরবর্তী ম্যাচ ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে সাদা কালো ব্রিগেড। অন্যদিকে এই ম্যাচের জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।