ভারতীয় ফুটবলে রমরমিয়ে চলছে দল বদল। কলকাতার তিন প্রধানও নিজেদের দল গুছিয়ে নিতে ব্যস্ত। কিছু ফুটবলার ছেড়ে, কিছু নতুন ফুটবলার নিয়ে দলকে নতুন মোড়কে পুড়ে ২০২৪-২৫ আইএসএলের জন্য শক্তিশালী দল গড়াই লক্ষ্য তিন প্রধানের। ফিফা ট্রান্সফার উইন্ডো যদিও আনুষ্ঠানিক ভাবে ১২ জুন থেকে ওপেন হচ্ছে। তবে দল গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
মোহনবাগানে জেমি ম্যাকলারেন শেষ পর্যন্ত আসবেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মাঝেই কিয়ান নাসিরি এবং লালরিনলিয়ানা হামতেকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। তবে বঙ্গতনয় দীপেন্দু বিশ্বাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: অবসর ঘোষণার দিন রোনাল্ডো, মেসির সঙ্গে এক আসনে বসিয়ে সুনীলকে বিশেষ সম্মান ফিফার
হামতে এবং কিয়ান চেন্নাইয়িন এফসি-তে সই করতে চলেছেন বলে খবর। তবে এখনও এই সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। এ ছাড়া, গ্লেন মার্টিন্সকেও ছেড়ে দেওয়া হবে। গোয়া থেকে গ্লেনকে নিয়ে এসেছিলেন প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু হাবাসের অধীনে গ্লেন সুযোগই পাননি। তিনি হাবাসের পরিকল্পনাতেও নেই বলে জানা গিয়েছে।
এদিকে তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে মোহনবাগান। ২১ বছর বয়সী দীপেন্দু এ বারই প্রথম আইএসএলে সবুজ-মেরুন জার্সিতে আইএসএল খেলেছিলেন। এবং নজর কাড়া পারফরম্যান্সই করেন। দীপেন্দুর খেলা মনে ধরেছে কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের। এর পরেই আইএসএলের সিনিয়র দলে রেজিস্ট্রেশন করানো হয় চম্পাহাটির ছেলেকে। ২১ বছরের দীপেন্দুকে ৩ বছরের চুক্তিতে রেখে দিল মোহনবাগান।
আরও পড়ুন: প্রয়াত আর্জেন্তিনাকে প্রথম বার বিশ্বকাপ জেতানো কোচ, মারাদোনার উত্থানের কারিগর ছিলেন মেনোত্তিই
পাঁচটি ম্যাচে ২২৩ মিনিট খেলেন তিনি। পাঁচটির মধ্যে দু'টি ম্যাচে তিনি প্রথম এগারোতেও ছিলেন। তিনটি ম্যাচে নামেন পরিবর্ত হিসেবে। আইএসএল সেমিফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামানো হয় তাঁকে। সেই ম্যাচে দশ মিনিট মাঠে ছিলেন তিনি। আগামী মরশুমে হয়তো আরও বেশিক্ষণ খেলতে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, বড় অঙ্কের চুক্তিতেই মোহনবাগানে আরও তিন বছর থেকে গেলেন দীপেন্দু। বাঙালি ডিফেন্ডার তিন বছরে ৯০ লাখ টাকা পাবেন বলে খবর।
এদিকে ডিফেন্ডার সার্থক গোলুই এবং মিডফিল্ডার মোবাশির রহমানকে বিদায় জানিয়েছে চেন্নাইয়িন এফসি। এই দুই ফুটবলার ২০২৩-২৪ মরশুমে ইস্টবেঙ্গল এফসি থেকে লোনে চেন্নাইয়িনে যোগ দিয়েছিলেন। সার্থক গোলুই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে চেন্নাইয়িন এফসি-তে যোগ দেন, আর মোবাশির রহমান শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে যোগ দেন একই দলে। তবে এবার তাদের ছেড়ে দেওয়া হল। কোথায় তাঁরা যাচ্ছেন, এখনও সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়াও চেন্নাইয়িন এফসি-র দুই বিদেশি জর্ডান মারে এবং ক্রিশ্চিয়ান ব্যাটোচিকেও ছেড়ে দিল চেন্নাইয়িন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।