মুম্বই সিটি এফসি বরাবরই মোহনবাগানের বড় গাঁট। এর আগে আইএসএলে ১১ বারের সাক্ষাতে মাত্র এক বার জিতেছিল মোহনবাগান। তাও সেটা গত মরশুমে। মুম্বইকে হারিয়েই লিগশিল্ড জিতেছিল তারা। তবে শনিবারও ফের বাগান আটকে গেল আরব সাগরের পারের দলের কাছে। তবে এবার যখন মোহনবাগান প্রথমার্ধে ২-০ এগিয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল, প্রথম বার মুম্বইকে তাদের ঘরের মাঠে হারাবে হোসে মোলিনা ব্রিগেড। কিন্তু ২-০ এগিয়ে থাকার পরেও ২-২ ড্র করতে হল সবুজ-মেরুনকে। প্রসঙ্গত, প্রথম লেগেও দুই দলের ম্যাচের ফল ২-২ হয়েছিল।
আরও পড়ুন: মুম্বইয়ের সঙ্গে ড্র করে লাল-হলুদের চাপ বাড়াল বাগান,কোন অঙ্ক মেলাতে হবে ইস্টবেঙ্গলকে?
তবে এবার ২-০ এগিয়ে থাকার পরেও বাগান জিততে পারেনি। আর সেটা নিয়ে আফসোসের সুর সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের গলায়। তিনি বলছিলেন, ‘প্রথম ৪৫ মিনিট আমরা দারুণ খেলেছি, সত্যিই ভালো। দ্বিতীয়ার্ধের শুরুটা তেমন ভালো ছিল না। লালকার্ড দেখানোর পর, যখন আমরা একজন বেশি ছিলাম মাঠে, তখনও আমরা ভালো খেলতে পারিনি। আমরা মোহনবাগান এসজি-র মতো খেলিনি।’ প্রসঙ্গত, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মুম্বইয়ের নির্ভরযোগ্য স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিং লালকার্ড দেখা সত্ত্বেও, দু'টি গোলই শোধ করে দেয় গতবারের কাপ চ্যাম্পিয়নরা। স্বাভাবিক ভাবেই এমন ম্যাচ জিততে না পারার আফসোস তো থাকবেই।
বরং ম্যাচের প্রায় ৩৫-৪০ মিনিট দশ জনে খেলা মুম্বইয়ের লড়াইয়ের প্রশংসা করে বাগান-কোচ বলেন, ‘একজন খেলোয়াড় বেশি থাকার পরও মুম্বই সিটি এফসি ভালো খেলল, যারা সত্যিই সংগঠিত, টেকনিকে শক্তিশালী এবং গুণগত মানসম্পন্ন। সত্যি বলতে, আমরা চাপের মধ্যে ছিলাম না। কারণ, দু'টি সেট-পিস ছাড়া ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে আমরা সেট-পিসে শক্তিশালী ছিলাম, অথচ আজ দু'টি গোল সেট-পিস থেকে হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং নিজেদের খেলার ধরনেই খেলতে হবে।’
আরও পড়ুন: প্রতিটা ম্যাচই এখন ফাইনাল… সুনীলদের বিরুদ্ধে নামার আগে অঙ্ক কষে চলেছেন ইস্টবেঙ্গল কোচ
মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটি বদল করেছিল মোহনবাগান। সৌরভ ভানওয়াল, অভিষেক সূর্যবংশীদের খেলানো হয়েছিল। ম্যাচ শেষে টানা দশ ম্যাচে জয়ী মোহনবাগান দলের কোচ দাবি করেন, ‘এই মরশুমে আমরা টিমস্পিরিট ও খেলার নিজস্ব ধরন তৈরি করেছি। এর পর, যখন আমরা একজন খেলোয়াড় বেশি পেলাম, তখন আমরা আলাদা কিছু করার চেষ্টা শুরু করলাম। কিন্তু সে রকম নয়, যা এতদিন ধরে আমাদের পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছে এবং শিল্ড জিতিয়েছে। তাই আমরা যদি ভিন্ন কিছু করতে থাকি, তাহলে কী হতে পারে তা আমরা দেখতে পাচ্ছি।’
আসন্ন ম্যাচগুলিতে যে আর এ রকম পারফরম্যান্স চান না মোলিনা, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বলেও দেন, ‘আমার কাছে বিষয়টা সহজ। আমাদের সেই ভাবে খেলতে হবে, যেভাবে আমরা প্রতিদিন অনুশীলন করি, যেভাবে আমরা প্রতিটি ম্যাচ খেলি। অন্য রকম কিছু করার চেষ্টা করা উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।