ইন্ডিয়ান সুপার লিগ প্রায় শেষ পর্যায়। তবে এখনও কবে সুপার কাপ আয়োজিত হবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন খুব তাড়াতাড়ি সূচি প্রকাশিত করবে। এক্ষত্রে আইএসএল শেষ হলে এই টুর্নামেন্ট আয়োজিত হবে বলে মনে করা হচ্ছে। তবে সেই সময় দলের খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায় থাকবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র কোচরা। মরশুমে শেষে আয়োজিত সুপার কাপে আইএসএলের সব দল এবং আইলিগের কিছু নির্দিষ্ট দল অংশ নেবে। গ্রুপ পর্যায়ের পরিবর্তে এবার টুর্নামেন্ট নক আউট ফরম্যাটে আয়োজিত হতে পারে। একই সঙ্গে টুর্নামেন্টের ভেন্যু ওড়িশা থেকে সরে গোয়ায় যেতে পারে।
বর্তমানে সুপার কাপের গুরুত্ব অনেকটা। কারণ এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল AFC পর্যায়ে খেলার সুযোগ পেয়ে থাকে। সুপার কাপ বিজয়ী দল সুযোগ পায় ACL ২-এর যোগ্যতা অর্জনপর্ব খেলার। সেখানে যদি পরাজিতও হয় তখনও চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ থাকে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে আগামী ১৮ এপ্রিল থেকে সুপার কাপ শুরু হবে। তবে এই বিষয়ে সরকারিভাবে ফেডারেশনের তরফে কোনও কথা বলা হয়নি।
সুপার কাপ নিয়ে ফেডারেশনের এরকম ঢিলেঢালা মনোভাব নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ভারতীয় দল তথা এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, ‘টুর্নামেন্ট আদৌ আয়োজন হবে কী হবে না আমরা এখনও জানি না। এটা আমায় অবাক করেছে। এই বিষয়টা নিয়ে ভারতের উন্নতির প্রয়োজন রয়েছে। আমাদের ক্রীড়া সূচি জানতে হবে, তবেই আমরা পরিকল্পনা করতে পারব কী ভাবে খেলব, কী ভাবে ট্রেনিং করব। এটা আমাদের জন্য জানা খুব প্রয়োজন, কারণ খেলোয়াড়দের ফিটনেসের বিষয়টা জড়িত রয়েছে।’
ভারতীয় দলের হেডকোচ জানিয়েছেন বিষয়টি নিয়ে শুধু তাঁর উদ্বেগ নেই, বাকি আইএসএলের কোচদেরও আছে। তিনি বলেন, ‘সব কোচই একই কথা ভাবছে। আমার সঙ্গে দু’জন কোচের কথা হয়েছে তারাও একই কথা বলছে। এখন ফেব্রুয়ারি মাস, আমরা জানি না কবে সুপার কাপ! আমরা এটাও জানি না যে আইএসএল ট্রফি উইনার এবার এএফসি স্তরে কোয়ালিফাই করবে নাকি সুপার কাপ। আমাদের এই জায়গায় উন্নতি করতেই হবে।’ উল্লেখ্য, গত বছর ওড়িশাকে ফাইনালে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।