বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL: ৮টি দলে করোনার হানা, স্থগিত হয়েছে চারটি খেলা! টুর্নামেন্ট কি বন্ধ হওয়ার পথে?

ISL: ৮টি দলে করোনার হানা, স্থগিত হয়েছে চারটি খেলা! টুর্নামেন্ট কি বন্ধ হওয়ার পথে?

টুর্নামেন্ট কি বন্ধ হওয়ার পথে?

ইতিমধ্যে আইএসএল-এর অন্তত ৮টি দলকে হোটেলবন্দি করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত আইএসএল-এর চারটি খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। তার মধ্যে শেষ তিন দিনে তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

এখনও পর্যন্ত আইএসএল-এর চারটি খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। তার মধ্যে শেষ তিন দিনে তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। আইএসএল কর্তৃপক্ষ জানিয়েছে এটিকে মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি ও গোয়া এফসি-র পুরো দল কড়া নজরে রয়েছে। ইতিমধ্যে আইএসএল-এর অন্তত ৮টি দলকে হোটেলবন্দি করে রাখা হয়েছে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত বায়ো বাবলের মধ্যে থাকা অন্তত ৬০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের নিভৃতবাসে রাখা হয়েছে। তাঁদের রুমমেট ও সংস্পর্শে আসা বাকিদেরও নিভৃতবাসে পাঠানো হয়েছে। যে ৮টি দলকে হোটেলবন্দি করে রাখা হয়েছে তাঁদের অনুশীলনও বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধু ফুটবলার ও সাপোর্ট স্টাফ নন, ফুটবলারের পরিবারের সদস্যদের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে। 

এদিকে বায়ো বাবলের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন ফুটবলাররাও। তাঁদের মানসিক সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কেউ কেউ। এর থেকে বেশি কড়াকড়ির মধ্যে থাকতে রাজি নন তাঁরা। কড়া জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। আইএসএল-এ একের পর এক ফুটবলার, সাপোর্ট স্টাফ আক্রান্ত হচ্ছেন। বার বার এ ভাবে সংক্রমণের ঘটনায় চিন্তিত দলগুলি। টুর্নামেন্টের ভবিষ্যত কী হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা চলছে। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে আইএসএল বন্ধের কোনও ঘোষণা করা হয়নি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.