বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL-এ লাগু নয়া নিয়ম! লালকার্ডের বিরুদ্ধে আবেদন জানাতে পারবে ফুটবলাররা! আসছে না VAR…

ISL-এ লাগু নয়া নিয়ম! লালকার্ডের বিরুদ্ধে আবেদন জানাতে পারবে ফুটবলাররা! আসছে না VAR…

ফুটবলারকে লালকার্ড রেফারির। ছবি- এপি (AP)

এআইএফএফের নিয়মে বলা হয়েছে,‘কোনও ক্লাবের যদি রেফারির সিদ্ধান্তে অসন্তোষ থেকে থাকে, তাহলে তাঁরা ম্যাচ শেষের দুঘন্টার মধ্যে ম্যাচ কমিশনারের কাছে আবেদন জানাতে পারেন লালকার্ড পুনর্বিবেচনা করার। সেক্ষেত্রে ম্যাচ কমিশনার যখন রিপোর্ট দেবেন, তখন সেই লালকার্ড বা ঘটনার ছবি তাঁকে রিপোর্টের সঙ্গেই জমা দিতে হবে।

আইএসএল শুরুর আগেই নতুন নিয়ম নিয়ে এল এআইএফএফ। দীর্ঘদিন ধরেই ভারতীয় রেফারিদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে আইএসএলের দলগুলো। পরিস্থিতি একটা সময় এতটাই ভয়ানক হয়েছিল যে মাঠের মধ্যেই এফসি গোয়া-চেন্নাইয়িন এফসির ফুটবলারকে কয়েকবছর আগে ফাইনাল ম্যাচে হাতাহাতিতে জড়িয়েছিলেন। হামেশাই রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে আসেন কোচ, কর্তারা। এই আবহেই এবার ক্লাবগুলোর অসন্তোষ কাটাতে নতুন নিয়ম লাগু করা হল আইএসএলে। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধেও আবেদন জানাতে পারবে দলগুলি, তবে সেটা ম্যাচ চলাকালীন নয়।

আরও পড়ুন-ভিডিয়ো- দেশ না এগোলে তোমার দলও এগোবে না! সিরিজ হারে স্পষ্টবার্তা হর্ষের! স্বীকার করলেন লতিফও…

সেই নিয়ম অনুযায়ী এবার থেকে রেফারির লালকার্ড দেওয়ার সিদ্ধান্ত যদি দলের পছন্দ না হয় বা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায়, সেক্ষেত্রে তাঁরা ম্যাচ কমিশনারের কাছে আবেদন জানাতে পারবেন। যদিও তাতে হয়ত যেই ম্যাচে লালকার্ড দেখবেন ফুটবলার, সেই ম্যাচে তাঁর কোনও লাভ হবে না। কারণ এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হবে তাঁর পরের ম্যাচ নিয়ে। অনেকক্ষেত্রেই কোচরা দাবি করে কোনও ফুটবলারের লালকার্ড দেখায় শুধু সেই ম্যাচে নয়, পরের ম্যাচের ক্ষেত্রে এবং প্রতিযোগিতার ক্ষেত্রেও অনেক সমস্যা তৈরি করে।

আরও পড়ুন-ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান,টি২০ বিশ্বকাপ জয়! যশস্বীর টার্গেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি…

এআইএফএফের সেই নিয়মে বলা হয়েছে, ‘কোনও ক্লাবের যদি রেফারির সিদ্ধান্তে অসন্তোষ থেকে থাকে, তাহলে তাঁরা ম্যাচ শেষের দুঘন্টার মধ্যে ম্যাচ কমিশনারের কাছে আবেদন জানাতে পারেন লালকার্ড পুনর্বিবেচনা করার। সেক্ষেত্রে ম্যাচ কমিশনার যখন রিপোর্ট দেবেন, তখন সেই লালকার্ড বা ঘটনার ছবি তাঁকে রিপোর্টের সঙ্গেই জমা দিতে হবে। যদি ক্লাব বা ফুটবলার প্রমাণ করতে পারেন যে লালকার্ড দেওয়ার সিদ্ধান্ত অনৈতিক তাহলে তা প্রত্যাহার করে নেওয়া হবে। ’। আবেদনের ২৪ ঘন্টার মধ্যে সেই ফুটবলারকে মেল মারফত বিষয়টি জানাতে হবে এআইএফএফে। এরপর শৃঙ্খলারক্ষা কমিটি রেফারি কমিটির কাছে বিষয়টি পাঠাবে এবং টেকনিক্যাল রিপোর্ট জমা দিতে বলবে। এরপর এআইএফএফ বিষয়টি নিয়ে বৈঠক করে পুনর্বিবেচনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরও পড়ুন-গ্রামের মানুষ ক্রিকেটের নাম শুনলে রেগে যেত! এখন সেখানেই তিনি হিরো! বলছেন RCB তারকা

২০২১ সালে ইস্টবেঙ্গলের ফুটবলার ড্যানি ফক্সকে লালকার্ড দেখানো হয়েছিল এফসি গোয়া ম্যাচে, এরপর ইস্টবেঙ্গল আবেদন করার পর এআইএফএফ সিদ্ধান্ত নেয় যে তাঁকে লালকার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক ছিল না। কারণ কোনও অনৈতিক কাজ বা ইচ্ছাকৃতভাবে তিনি ফাউল করেননি। যদিও এআইএফএফের এই নিয়মে বলা হয়েছে, জোড়া হলুদ কার্ডের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না ফুটবলাররা। স্রেফ সরাসরি লালকার্ডের ক্ষেত্রেই এই নিয়ে প্রযোজ্য। কোচ, ফুটবলার, রেফারিদের গালিগালাজ করলেও লালকার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ইমার্জেন্সির মুক্তি জটের মাঝেই বাড়ি বেচলেন কঙ্গনা, টাকার দরকার BJP সাংসদের? রেললাইনের উপর সিমেন্টের বিরাট ব্লক, ছুটে আসছিল মালগাড়ি…পুজোর আগে নাশকতার ছক? ‘সারা রাত মৃতদেহ ঝুলেছিল, ৮ ঘণ্টা পরে..’, ছাত্র মৃত্যুতে ফুঁসছে IIT গুয়াহাটি ‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব…আপনাদের চিকিৎসা দরকার’, ট্রোলারদের পালটা ডোনা সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও ‘ভিনেশ, পুনিয়াদের নিয়ে কোনও মন্তব্য নয়’ ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি দুর্গাপুজোর সময় আন্দোলন–পথসভা করার সিদ্ধান্ত বিজেপির, শহর থেকে গ্রামে চলবে বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.