গত মরশুমে ১৫টি ম্যাচ খেলে ১২টিতেই অপরাজেয় ছিল হাবাসের দল। অপরদিকে চারটি ম্যাচ খেলে এই স্টেডিয়ামে একটিতেও জেতেনি কেরালা ব্লাস্টার্স। প্রীতম কোটালের নেতৃত্বে ২০২১-২২ আইএসএল অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান।
গতবার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল। মুম্বই সিটির কাছে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েও জয়ের মুখ দেখতে পায়নি সবুজ মেরুন। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে হাবাস ব্রিগেড।
19 Nov 2021, 09:28:44 PM IST
খেলা শেষ:- এটিকে মোহনবাগান:৪, কেরালা ব্লাস্টার্স:২
বাঁশি বাজিয়ে অষ্টম আইএসএল-এর প্রথম খেলা শেষ করলেন রেফারি। জয় দিয়ে অষ্টম আইএসএলের অভিযান শুরু করল হাবাস বাহিনী। কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল এটিকে মোহনবাগান।
First points on the board! 😎⚽️
After an enthralling 90 minutes, the Mariners take full points in the @IndSuperLeague opener against @KeralaBlasters WE MOVE! 💚❤️
জোড়া গোল করলেন ফরাসি সুপারস্টার হুগো বোমাস। পেনাল্টি থেকে গোল করে নতুন মরশুমে নিজের গোলের খাতা খুলেছেন রয় কৃষ্ণ। কেরালার হয়ে একমাত্র গোলটি করলেন সাহাল আব্দুল সামাদ। রাহুল কেপির চোট চিন্তায় রেখেছে সকলকে।
19 Nov 2021, 08:19:22 PM IST
ম্যাচের ৪৫ মিনিট:- এটিকে মোহনবাগান:৩ কেরালা ব্লাস্টার্স:১
দুরন্ত ফুটবল খেলে সবুজ মেরুনের মন জয় করে নিচ্ছেন ফরাসি সুপারস্টার হুগো বোমাস। নতুন মরশুমে নিজের সেরাটা দেওয়া শুরু করে দিয়েছেন তিনি। এদিন এটিকে মোহনবাগানের তিনটি গোলের ক্ষেত্রেই নিজের অবদান রাখলেন।
Boumous on the DOUBLE!! ⚽️⚽️
Our star signing is at it once again as he nutmegs the keeper to register another brilliant finish.