বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL: সত্যি হচ্ছে ছোটবেলার স্বপ্ন, সুনীল ছেত্রীর সঙ্গে খেলতে নামার দিন গুনছেন প্রবীর

ISL: সত্যি হচ্ছে ছোটবেলার স্বপ্ন, সুনীল ছেত্রীর সঙ্গে খেলতে নামার দিন গুনছেন প্রবীর

এ মরশুমেই বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন প্রবীর দাস। ছবি- বেঙ্গালুরু এফসি।

তিন বছরের চুক্তিতে এটিকে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন প্রবীর দাস।

রমরমিয়ে চলছে আইএসএলের দলবদলের বাজার। ইতিমধ্যেই যেসব বড় বদলগুলি ঘটেছে, তাদের মধ্যে অন্যতম হল প্রবীর দাসের এটিকে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে সই করা। তিন বছরের চুক্তিতে ২০২৪-২৫ মরশুম পর্যন্ত বেঙ্গালুরু এই ডিফেন্ডারকে সই করিয়েছে।

বেঙ্গালুরু এফসি মানেই ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর পাশে খেলার সুযোগ। কিংবদন্তি ভারতীর ফুটবলারের পাশে খেলাটা কিন্তু অনেকেরই স্বপ্ন। প্রবীর দাসও এর ব্যতিক্রম নয়। নতু ক্লাবে সুনীল ছেত্রীর পাশে খেলার জন্য অধীর আগ্রহে রয়েছেন বাংলার এই ফুটবলার। ‘এটা আমার কাছে একটা স্বপ্ন সত্যি হওয়া। আনি ছোটবেলা থেকেই সুনীল ভাইয়ের পাশে খেলার স্বপ্ন দেখতাম। আমি জানতে চাই শীর্ষ স্তরে ২০ বছর খেলার পরেও ওঁ কী করে নিজেকে এত ফিট রাখে।’

বহুদিন ধরেই বেঙ্গালুরু তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। ক্লাব তাঁকে দলে নিতে চাওয়া এবং যোগ্য সম্মান দেওয়ায় খুবই কৃতজ্ঞ প্রবীর। তবে নতুন ক্লাবে যোগ দেওয়ার উচ্ছ্বাসের মাঝেও কিন্তু তিনি বাংলার সমর্থকদের ধন্য়বাদ জানাতে ভোলেননি ঘরের ছেলে। প্রবীর বলেন, ‘সমর্থকরা আমায় বরাবরই ভালবাসা দিয়ে এসেছেন। কলকাতায় আমরা (এটিকে মোহনবাগানের হয়ে) শেষ ম্য়াচে আরও একবার তার হাতেনাতে প্রমাণ পাই। এ জন্যই আমার ফুটবল কেরিয়ার নিয়ে আমি খুব খুশি। প্রতিটা সমথর্ককে এর জন্য অনেক ধন্যবাদ। আমি ওদের কাছে কৃতজ্ঞ। বাংলার সমর্থকরা সর্বদা আমার বুকে থাকবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন