জল্পনা ছিলই। এবার তাতেই শিলমোহর পড়তে চলেছে। মোহনবাগান ছেড়ে এবার পড়শি রাজ্যের ক্লাব ওড়িশা এফসি-তেই যোগ দিতে চলেছেন লিস্টন কোলাসো। জানা গিয়েছে, লিস্টনের সঙ্গে নাকি সইসাবুদ পর্বও মিটে গিয়েছে।
সালগাওকরের যুব দল থেকে উত্থান লিস্টন কোলাসোর। অনূর্ধ্ব-১৮ পর্যায়ে তাঁর দুরন্ত পারফরম্যান্সই এফসি গোয়ার হয়ে আইএসএল খেলার সুযোগ করে দেয় তাঁকে। কয়েক বছর এফসি গোয়াতে কাটিয়ে, তিনি হায়দরাবাদ এফসি-তে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই ২০২১–২২ মরশুমে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে লিস্টন কোলাসোকে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান। এবার তিনি পাড়ি জমালেন ওড়িশায়।
সবুজ-মেরুন জার্সি গায়ে প্রথম মরশুমেই দারুণ সাড়া জাগিয়েছিলেন লিস্টন কোলাসো। আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোল করেছিলেন তিনি। তবে গোয়ানিজ তারকা এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিতে চলেছেন ওড়িশাতে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে ওড়িশার ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি।
আরও পড়ুন: কামিন্সের বিপক্ষে খেলা অজি ডিফেন্ডারকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল
মাঝমাঠে খেললেও গোল করার ব্যাপারে লিস্টনের দক্ষতা অনস্বীকার্য। ২০২১–২২ মরশুমে বাগানের হয়ে আইএসএলের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন লিস্টন। তাঁর নামের পাশে ছিল ৮ গোল। কিন্তু ২০২২–২৩ মরশুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লিস্টন কোলাসো। এর মধ্যে এই মরশুমে আবার মোহনবাগানের আক্রমণ ভাগ সেরা হতে চলেছে। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গেই আপফ্রন্টে জুটি বাঁধবেন ইউরোর ঐতিহাসিক গোলের মালিক আর্মান্দো সাদিকু। সব মিলিয়ে জায়গা হারানোর ভয় থাকছে কোলাসোর। সেই কারণে নিজেও এই মরশুমে মোহনবাগানে থাকতে চাইছেন না গোয়ানিজ তারকা।
আরও পড়ুন: দল বদলে ফের চমক- অজি বিশ্বকাপারের পর এবার লা লিগায় খেলা নামী ডিফেন্ডারকে আনছে মোহনবাগান
তবে ২০২৭ পর্যন্ত চুক্তি রয়েছে কোলাসোর সঙ্গে বাগানের। শোনা যাছে, ওড়িশা বিশাল ট্রান্সফার ফি দিয়েই কোলাসোকে দলে নিচ্ছে। কোলাসো নিঃসন্দেহে দলের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র। খবর অনুযায়ী, ২.২ কোটি টাকার বিনিময়ে কোলাসোর সঙ্গে চুক্তি করতে চলেছে ওড়িশা এফসি।
এদিকে বৃহস্পতিবার ডুরান্ডের শুরুতেই যুবভারতী হয়ে উঠেছিল লিস্টনময়। নিজে একটি গোল করেছেন এবং বাকিগুলো করিয়েছেন। পুরনো মেজাজেই ধরা দিয়েছেন লিস্টন কোলাসো। তিনি যে চলতি মরশুমে ফের ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছেন, তার আভাস পাওয়া গিয়েছে। এবার হয়তো ওড়িশার হয়ে মোহনবাগানের বিপক্ষেই আগুনে মেজাজে জ্বলে উঠবেন কোলাসো।
ওড়িশা এফসি-র একটি সূত্র বলেছেন, ‘মোহনবাগান এসজি থেকে লিস্টন শেষ পর্যন্ত ওড়িশায় আসছেন। উভয় পক্ষের মধ্যে আলোচনা একটি অগ্রসর পর্যায়ে রয়েছে। চুক্তি সংক্রান্ত সবটাই দুই পক্ষের মধ্যে চূড়ান্ত করা হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।