২০ ম্যাচের শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড জিতল জামশেদপুর এফসি। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় হল হায়দরাবাদ এফসি। ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ ধরে জামশেদপুর। ঋত্বিকের গোলের পরে ছন্দ হারিয়ে ফেলে জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। শেষ পর্যন্ত ০-১ গোলে হেরে দ্বিতীয় হল এটিকে মোহনবাগান।
আইএসএল-এর ইতিহাসে এই প্রথম ৪০ পয়েন্টের মাইলস্টোন টপকাল কোনও দল। ২০ ম্যাচের শেষে জামশেদপুর এফসির পয়েন্ট ৪৩। পরপর সাত ম্যাচে জিত
07 Mar 2022, 09:28:17 PM IST
লিগ শিল্ড জিতল জামশেদপুর এফসি
ম্যাচের সেরা জামশেদপুর এফসির পিটার হার্টলে। ১-০ গোলে লিগ শিল্ড ঘরে তুলল জামশেদপুর। এটিকে মোহনবাগানের গোল ভাগ্য সহায় না হওয়ায় কি এই ফল? ম্যাচের পরে এই প্রশ্নটাই রয়ে যাবে।
IT'S ALL OVERRRRR 🙌 | #ATKMBJFC@JamshedpurFC held their nerves till the end, as they claim the coveted Hero ISL 2021-22 League Winners' Shield with a clinical 1-0 win over @atkmohunbagan 🔥
ম্যাচের শেষ পাঁচ মিনিট লড়াই চালাচ্ছে এটিকে মোহনবাগান। সেই কারণে এটিকে মোহনবাগান কোচ নিজের সম্পূর্ণ শক্তিকে মাঠে নামিয়ে দিচ্ছেন। ম্যাচের ৮৫ মিনিটে শুভাসিশের জায়গায় কিয়ান নাসিরিকে মাটে নামালেন জুয়ান ফেরান্দো।
07 Mar 2022, 09:13:41 PM IST
পরিবর্তন করল জামশেদপুর এফসি
লিমা ও সন্দিপ মাণ্ডি মাঠে এলেন গ্রেগ স্টুয়ার্ট ও লেনের জায়গায়।
07 Mar 2022, 09:09:34 PM IST
৮০ মিনিট, ১-০ এগিয়ে জামশেদপুর
দ্বিতীয়ার্ধে এখনও পর্যন্ত ম্যাচের রাশ ধরে রাখতে পারছে না এটিকে মোহনবাগান। গোলের সন্ধানে মাঠে লড়াই চালাচ্ছেন রয় কৃষ্ণরা।
07 Mar 2022, 09:01:38 PM IST
শট নিলেন কাউকো
ম্যাচের ৭২ মিনিটে জনি কাউকো দুরপাল্লার শট নিলেন কিন্তু পোস্টের উপর দিয়ে চলে গেল বল।
07 Mar 2022, 08:59:11 PM IST
৭০ মিনিট, ১-০ এগিয়ে জামশেদপুর
ঋত্বিকের গোলে এখনও পর্যন্ত এগিয়ে জামশেদপুর এফসি। মাঠে আক্রমণ বৃদ্ধি করতে চাইছে এটিকে মোহনবাগান কোচ। লিগ টেবিলের শীর্ষে থাকতে হলে এখন তিনটি গোল করতে হবে এটিকে মোহনবাগানকে।
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 7, 2022
07 Mar 2022, 08:36:31 PM IST
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
শুরুতেই ফ্রি কিক পেয়েছিল জামশেদপুর। অমরিন্দরের দারুণ সেভ রক্ষা পেল এটিকে মোহনবাগান।
07 Mar 2022, 08:20:37 PM IST
হাফ টাইম……
প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচে কোনও দলই গোলের মৃুখ খুলতে পারেনি। শেষ মুহূর্তে তিরির শটে কিছুটা আশা দেখেছিল এটিকে মোহনবাগান। কিন্তু ভাগ্য সঙ্গ দিয়েছে জামশেদপুর এফসির।
07 Mar 2022, 08:19:14 PM IST
তিরির দুরপাল্লার শট….
অল্পের জন্য রক্ষা পেল জামশেদপুর। দুরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট্র হল। এটা গোল হলে এগিয়ে থাকত এটিকে মোহনবাগান।
07 Mar 2022, 08:16:45 PM IST
৩ মিনিট অতিরিক্ত সময়
প্রথমার্ধের ৪৫ মিনিটের খেলা শেষ। ৩ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রথামর্ধে কি এগিয়ে শেষ করতে পারবে এটিকে মোহনবাগান।
07 Mar 2022, 08:12:49 PM IST
চিমার ভুলে রক্ষা পেল এটিকে মোহনবাগান
ম্যাচের প্রথমার্ধে কি গোল করতে পারবে এটিকে মোহনবাগান? প্রীতমের ভুলে জামশেদপুরের ঋত্বিক দাস এটিকে মোহনবাগানের বক্সের মধ্যে পৌঁছে গিয়েছিল। বক্সে ফাইনাল পাশ দিয়েছিলেন চিমাকে। কিন্তু সবুজ মেরুনের রক্ষণে আটকে যান তিনি।
ম্যাচের ৩৫ মিনিটে ফের জামশেদপুরের বক্সে পৌঁছে গিয়েছিলেন লিস্টন। মাঠের বাম প্রান্ত থেকে বারবার আক্রমণ চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।
07 Mar 2022, 08:00:56 PM IST
ড্রিঙ্কস ব্রেক!!!
৩০ মিনিট পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের দখলে ধরে রেখেছ এটিকে মোহনবাগান।
07 Mar 2022, 07:55:12 PM IST
আবার জামশেদপুরের বক্সে এটিকে মোহনবাগান
ম্যাচের ২৪ মিনিটে জামশেদপুরের বক্সে ঢুকে গিয়েছিলেন লিস্টন কোলাসো। কিন্তু পাশে কাউকে না পেয়ে ফিনিশ করতে পারলেন না। ম্যাচের ২৩ মিনিটে বরিস সিং-এর জায়গায় মাঠে এলেন লেন।
07 Mar 2022, 07:52:46 PM IST
২০ মিনিট খেলার ফল ০-০
জামশেদপুরের উপর প্রথম থেকেই চাপ তৈরি করে রেখেছে এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত প্রতিপক্ষের গোলের কাছে তিনবার পৌঁছে গিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। ভাগ্য সাথে থাকলে হয়তো এগিয়ে থাকত এটিকে মোহনবাগান।
07 Mar 2022, 07:48:14 PM IST
ফের রক্ষা পেল জামশেদপুর
ম্যাচের ১৭ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে প্রায় বক্সের মুখে ঢুকে পড়েছিলেন জনি কাউকো। শট গোলের দিকে নিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ জামশেদপুরের অধিনায়কের টাচে বেঁচে যায়।
07 Mar 2022, 07:46:36 PM IST
অল্পের জন্য রক্ষা পেল জামশেদপুর
শুভাশিসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। রক্ষা পেল জামশেদপুর এফসি। ম্যাচের ১৫ মিনিট খেলার ফল ০-০।
ম্যাচের ৫ মিনিটেই কাউকো, লেনির যুগলবন্দির সঙ্গে রয় কৃষ্ণার আক্রমণ। ফ্রি-কিক পেয়েছে এটিকে মোহনবাগান। বারবার আক্রমণ তুলছে এটিকে মোহনবাগান।
07 Mar 2022, 07:33:20 PM IST
শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ ম্যাচ
চলতি আইএসএল-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। এক পয়েন্ট পেলেই লিগ টেবিলের শীর্ষে থাকবে জামশেদপুর। এটিকে মোহনবাগানের দরকার জয় সঙ্গে ২ গোলের ব্যবধান।
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 7, 2022
07 Mar 2022, 06:36:52 PM IST
জামশেদপুর এফসির প্রথম একাদশ
জিতেন্দ্র এবং বরিস প্রথম একাদশে ফিরেছেন। ইস্টবেঙ্গলের প্রাক্তন চিমাকে দেখা যাবে জামশেদপুর এফসির প্রথম একাদশে। বিশেষজ্ঞরা বলছেন আজ অ্যাডভান্টেজে জামশেদপুর। সেখানে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নামবে এটিকে মোহনবাগান।
জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগানের কাছে কঠিন লড়াই। দুই দলের প্রথম লেগের ফল: এ দিকে প্রথম লেগে জামশেদপুরের কাছে এটিকে মোহনবাগান ১-২ হেরেছিল। আজ কি সবুজ-মেরুন ব্রিগেড পারবে বদলা নিতে?
Which team do you think will lift the #HeroISL 2021-22 shield tonight? 🛡