বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লিগ পর্ব শেষ, ফের হতাশ করে তিনে শেষ করল ATK MB, লাস্টবয় SC EB, এক নজরে ISL-এর টেবল

লিগ পর্ব শেষ, ফের হতাশ করে তিনে শেষ করল ATK MB, লাস্টবয় SC EB, এক নজরে ISL-এর টেবল

এটিকে মোহনবাগান।

এ বারও লিগশিল্ড জেতা হল না এটিকে মোহনবাগানের। গত বার মুম্বই সিটি এফসি-র কাছে হেরে লিগশিল্ড হাতছাড়া করেছিল তারা। এ বার জামশেদপুর এফসি-র কাছে হারল। যার নিটফল, ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে শেষ করল এটিকে মোহনবাগান।

আইএসএলের লিগ পর্ব শেষ। লিগ শেষে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে জামশেদপুর শীর্ষ স্থান ধরে থাকল। আইএসএলের ইতিহাসে এটা লিগ পর্বের সর্বোচ্চ পয়েন্ট। ৪৩ পয়েন্ট পেয়ে নতুন ইতিহাস লিখল জামশেদপুর। জিতে নিল লিগশিল্ডও। 

এ দিকে এ বারও লিগশিল্ড জেতা হল না এটিকে মোহনবাগানের। গত বার মুম্বই সিটি এফসি-র কাছে হেরে লিগশিল্ড হাতছাড়া করেছিল তারা। এ বার জামশেদপুর এফসি-র কাছে হারল। যার নিটফল, ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে শেষ করল এটিকে মোহনবাগান। 

২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল হায়দরাবাদ এফসি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স চারে শেষ করল। আর কলকাতার আর এক দল এসসি ইস্টবেঙ্গল ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইএসএলের লাস্টবয় হয়েই থাকল।

লিগ পর্ব শেষে এক নজরে দেখে নিন আইএসএলে আপনার প্রিয় দল কত নম্বরে রয়েছে। আইএসএল ২০২১-২২-এর আপডেটেড পয়েন্ট টেবল:

১. জামশেদপুর এফসি: ম্যাচ-২০, জয়-১৩, ড্র-৪, হার-৩, পয়েন্ট-৪৩, গোল পার্থক্য: +২১

২. হায়দরাবাদ এফসি: ম্যাচ-২০, জয়-১১, ড্র-৫, হার-৪, পয়েন্ট-৩৮, গোল পার্থক্য: +২০

৩. এটিকে মোহনবাগান: ম্যাচ-২০, জয়-১০, ড্র-৭, হার-৩, পয়েন্ট-৩৭, গোল পার্থক্য: +১১

৪. কেরালা ব্লাস্টার্স এফসি: ম্যাচ-২০, জয়-৯, ড্র-৭, হার-৪, পয়েন্ট-৩৪, গোল পার্থক্য: +১০

৫. মুম্বই সিটি এফসি: ম্যাচ-২০, জয়-৯, ড্র-৪, হার-৭, পয়েন্ট-৩১, গোল পার্থক্য: +৫ 

৬. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-২০, জয়-৮, ড্র-৫, হার-৭, পয়েন্ট-২৯, গোল পার্থক্য: +৫

৭. ওড়িশা এফসি: ম্যাচ-২০, জয়-৬, ড্র-৫, হার-৯, পয়েন্ট-২৩, গোল পার্থক্য: -১২

৮. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-২০, জয়-৫, ড্র-৫, হার-১০, পয়েন্ট-২০, গোল পার্থক্য: -১৮

৯. এফসি গোয়া: ম্যাচ-২০, জয়-৪, ড্র-৭, হার-৯, পয়েন্ট-১৯, গোল পার্থক্য: -৬

১০. নর্থ-ইস্ট ইউনাইটেড: ম্যাচ-২০, জয়-৩, ড্র-৫, হার-১২, পয়েন্ট-১৪, গোল পার্থক্য: -১৮

১১. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-২০, জয়-১, ড্র-৮, হার-১১, পয়েন্ট-১১, গোল পার্থক্য: -১৮

বন্ধ করুন