বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Israeli Soccer Fans Attacked In Amsterdam: আমস্টারডামে আক্রান্ত ইজরায়েলি ফুটবল ফ্যানরা, উদ্ধারে বিমান পাঠাল নেতানিয়াহু
পরবর্তী খবর
Israeli Soccer Fans Attacked In Amsterdam: আমস্টারডামে আক্রান্ত ইজরায়েলি ফুটবল ফ্যানরা, উদ্ধারে বিমান পাঠাল নেতানিয়াহু
নেদারল্যান্ডে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত হলেন ইজরায়েলের ফুটবল সমর্থকরা। দেশের নাগরিকদের উদ্ধার করার জন্য বিমান পাঠাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘটনার নিন্দা করেছেন ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভিরও।
আমস্টারডামে আক্রান্ত ইজরায়েলের ফুটবল ফ্যানরা
আক্রান্ত হলেন ইজরায়েলের ফুটবল সমর্থকরা। খবর পেয়েই তড়িঘড়ি দেশের নাগরিকদের উদ্ধার করার জন্য বিমান পাঠাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানা যাচ্ছে, গতকাল ইউরোপা লিগে মাক্কাবি তেল আভিভ এবং আয়াক্স আমস্টারডামের ম্যাচ ছিল। সেই খেলা দেখার জন্য তেল আভিভের সমর্থকরা নেদারল্যান্ডে উড়ে গিয়েছিলেন। ম্যাচে ৫-০ ব্যবধানে পরাজিত হয় তারা। এরপরেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ইজরায়েলের নাগরিকদের উপর হামলা চালানো হয়। অভিযোগ, দুষ্কৃতীরা ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান দিতে দিতে আক্রমণ চালায়, সঙ্গে আরবি ভাষায় গালাগাল দেওয়াও হয়। ঘটনায় প্রায় ১০ জনের মতো ইজরায়েলের নাগরিক জখম হয়েছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে এখনও ২ জন সমর্থককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শুধু হামলা নয়, আক্রমণকারীরা তেল আভিভের সমর্থকদের কাছ থেকে পাসপোর্ট পর্যন্ত ছিনিয়ে নেয়। এরকম পরিস্থিতিতে ইজরায়েলের বিদেশ মন্ত্রী নেদারল্যান্ডে থাকা ইজরায়েলিদের হোটেল থেকে বাইরে না বেড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি ডাচ সরকারের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতাও দাবি করেছেন। অনুরোধ করেছেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য, যাতে তাঁদের দেশের নাগরিকরা সুরক্ষিতভাবে বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে পারেন। ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভির ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ইহুদিবিদ্বেষের মুখে পড়তে হয়েছে ইজরায়েলের ফ্যানদের। তাঁদের খুব খারাপ ভাবে মারধর করা হয়েছে। এটা শুধু ইজরায়েলের কাছে নয়, গোটা ইউরোপের কাছে সজাগ হওয়ার সময়।’
ইজরায়েলের প্রাক্তন বিশেষ দূত নোয়া টিশবি দাবি করেছেন, মুক্তি পাওয়ার আগে একজন সমর্থককে দিয়ে জোরপূর্বক ‘ফ্রি প্যালেস্তাইন’ বলানো হয়েছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায়, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘটনাটিকে ‘গুরুতর’ বলে অভিহিত করে ইজরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাচ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে বলা হয়েছে, স্টেডিয়ামের ভিতরে কোনও প্রকার গণ্ডগোল হয়নি। যা ঘটেছে পুরোটাই বাইরে। বৃহস্পতিবার জুয়ান ক্রুয়েফ স্টেডিয়ামে ম্যাচের শেষে প্যালেস্তাইনের পক্ষে থাকা কিছু বিক্ষোভকারী প্রবেশের চেষ্টা করে। তবে তাদের সেখানেই আটকে দেওয়া হয়। ঘটনায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও ডাচ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, আর যাতে এরকম অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।