বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022 Brazil Coach: আফ্রিকার দেশের কাছে বিশ্বকাপে প্রথম হার ব্রাজিলের, চিরকাল লজ্জা বইতে হবে: তিতে

FIFA World Cup 2022 Brazil Coach: আফ্রিকার দেশের কাছে বিশ্বকাপে প্রথম হার ব্রাজিলের, চিরকাল লজ্জা বইতে হবে: তিতে

ক্যামেরুনের বিরুদ্ধে হেরে হতাশ ক্যামেরুন। (ছবি সৌজন্যে রয়টার্স)

FIFA World Cup 2022 Brazil Coach: ফুটবল বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে হারের পর ব্রাজিলের কোচ বলেন, ‘কারা হেরেছে? আমরা সবাই। আমাদের প্রস্তুতিটা সকলের ছিল, আমাদের জয়টা সকলের, আমাদের হারটাও সকলের।'

বিশ্বকাপে ইতিহাসে প্রথমবার কোনও আফ্রিকার দলের বিরুদ্ধে হেরেছে ব্রাজিল। যে লজ্জা চিরকাল বয়ে বেড়াতে হবে বলে জানালেন ব্রাজিলের কোচ তিতে। সেইসঙ্গে তিনি জানান, গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারের কষ্ট থেকে বেরোতে ২৪ ঘণ্টা লাগবে।

শুক্রবার (কাতারের সময় অনুযায়ী) গ্রুপ ‘ই’-র শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছে ব্রাজিল। সেই হারের পর তিতে বলেন, ‘এই বোঝাটা চিরকাল আমায় বইতে হবে - আমরা হেরে গিয়েছি - ব্রাজিলের প্রথম কোচ হিসেবে (বিশ্বকাপে) আফ্রিকার কোনও দলের বিরুদ্ধে হেরেছি। ২৪ ঘণ্টা আমাদের কষ্ট পেতে হবে। তারপর (নক-আউটের জন্য) আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমরা হারটা অনুভব করতে পারছি। আমরা যখনই হারব, তখনই আমাদের হারটা অনুভব করতে হবে। এটা পুরো বিষয়টার অংশ।’

আরও পড়ুন: FIFA WC 2022 Group G: ক্যামেরুনের কাছে হেরেও টপার ব্রাজিল,নকআউটে সুইৎজারল্যান্ডও

তবে হারের জন্য দলের কাউকে দায়ী করেননি ব্রাজিলের কোচ। বরং এই হারটা প্রত্যেকের বলে জানিয়েছেন। তিতেরের কথায়, ‘কারা হেরেছে? আমরা সবাই। আমাদের প্রস্তুতিটা সকলের ছিল, আমাদের জয়টা সকলের, আমাদের হারটাও সকলের। এই প্রতিযোগিতা আমাদের ভাবতে বাধ্য করেছে।’ সঙ্গে তিনি দাবি করেন, ম্যাচের মধ্যে ব্যবধান কম আছে।

‘রাউন্ড অফ ১৬’-তে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া

আগামী সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার তথা ৬ ডিসেম্বর) রাত ১২ টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ব্রাজিলের কোচ বলেন, 'নেইমার ও অ্যালেক্স স্যান্দ্রোকে নিয়ে বলতে পারি যে আমাদের হাতে এখনও সময় আছে। এখনও সুযোগ আছে। দেখা যাক, কী হয়। ওরা এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেনি, তাই ওদের পর্যবেক্ষণ করতে হবে। কেমনভাবে সেরে উঠছে, সেটা দেখতে হবে।' 

আরও পড়ুন: FIFA WC Pre Quarterfinals Full Fixture: বিশ্বকাপের শেষ ষোলোয় কোন দলের খেলা কবে? দেখুন প্রি কোয়ার্টারের পূর্ণ সূচি

সেইসঙ্গে ব্রাজিলের কোচ বলেন, 'দানিলো (এবার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন দানিলো, তার জেরে গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি জুভেন্টাসের খেলোয়াড়) দ্রুত সেরে উঠছে। বল নিয়ে কঠোর পরিশ্রম করেছে। ইতিবাচকভাবে সেরে উঠছে। বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারা উচিত ওর।' 

বন্ধ করুন