উয়েফা নেশনস লিগের ম্যাচে ইজরায়েলের ঘরের মাঠে গিয়ে ২-১ গোলে জিতে এল ইতালি। এই নিয়ে গ্রুপ স্টেজের দুটি ম্যাচেই জিতল ডোনারামা, চিয়েসারা। গতবার নেশনস লিগ যেখানে শেষ করেছিলেন, এবারে সেখান থেকেই শুরু করেছেন আজুরিরা। প্রথম ম্যাচে হারিয়েছিল ফ্রান্সকে, দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল ইজরায়েলের বিপক্ষে, আর ম্যাচ জয়ের পরই বাঁধনছাড়া উল্লাসে মাতলেন দিমারকো, রাসপাদোরিরা।
আরও পড়ুন-সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জিততে চান স্মৃতি…ভিডিয়ো
ম্যাচের ৩৮ মিনিটে ফ্রেটেসির গোলে এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধে ফের গোলের দেখা পায় আজুরিরা। এবার ইতালির হয়ে গোল করেন মোইসে কিন। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে গোল করে ইজরায়েলের হয়ে এক গোলের ব্যবধান কমান মহম্মদ আবু ফানি, যদিও এরপর আর স্কোরলাইনে কোনও অদলবদল আসেনি। ২-১ গোলে এবারের নেশনস লিগের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ থেকেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ল আজুরিরা।
আরও পড়ুন-‘অযথা জ্ঞান ভালো লাগে না, শাস্ত্রী উপায় বলে দিয়েছিল, তাই শুনেছিলাম’! অকপট পন্ত…
এদিকে আইসল্যান্ডের ৩-১ গোলে হারিয়ে দিল তুরস্ক। হ্যাটট্রিক করলেন তুরস্কের স্ট্রাইকার মহম্মদ করিম আকতুরকোগলু। ম্যাচের ২ মিনিটে প্রথম গোল , ৫২ মিনিটে দ্বিতীয় এবং ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করেন তিনি।
কাজাখিস্তানকে ৩-০ গোলে হারাল স্লোভেনিয়া। এখানেও হ্যাটট্রিক করলেন এক স্লোভেনিয়ান ফুটবলার। বেঞ্জামিন সেসকো নিজের প্রথম গোলটি পান ২৩ মিনিটে, পাঁচ মিনিট পর করেন দ্বিতীয় গোল। ৬৩ মিনিটে করেন হ্যাটট্রিক।
অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল আর্লিং হালান্ডের নরওয়ে। ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার গোল করে জেতালেন জাতীয় দলকে। ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন হালান্ড। অন্য ম্যাচে লিথুয়ানিয়াকে ৩-১ গোলে হারাল রোমানিয়া।
আরও পড়ুন-‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের!
এদিকে আজ রাতে রয়েছে হেভিওয়েট দুই দলের টক্কর। নেদারল্যান্ডসের বিপক্ষে আওয়ে ম্যাচে খেলতে নামছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ম্যাচেই ৫ গোল মেরেছিল হাঙ্গেরিকে, অন্যদিকে বসনিয়াকে ৩ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। ফলে দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ ড্র হলেই লাভবান হবে ডাচ এবং ডায় ম্যানস্কাফটরা। নেশনস লিগের আরেক ম্যাচে নামছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডও। তাঁদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। ওয়েলস, ইউক্রেন, হাঙ্গেরির ম্যাচও রয়েছে আজ রাতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।