বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mohun Bagan signs Tom Aldred: 'ইতনা কনফিডেন্স?' চরম ঠেস ইস্টবেঙ্গলকে, বিদেশি ডিফেন্ডারকে নিল মোহনবাগান

Mohun Bagan signs Tom Aldred: 'ইতনা কনফিডেন্স?' চরম ঠেস ইস্টবেঙ্গলকে, বিদেশি ডিফেন্ডারকে নিল মোহনবাগান

ইস্টবেঙ্গলকে চরম ঠেস দিয়ে টম অ্যালড্রেডকে দলে নেওয়ার কথা ঘোষণা করল মোহনবাগান। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম tommyaldred)

ইস্টবেঙ্গলকে চরম ঠেস দিয়ে টম অ্যালড্রেডকে দলে নেওয়ার কথা ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট। যিনি মোহনবাগানে আসার আগে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোরে খেলতেন। আদতে সেন্টার ব্যাক তিনি। আর সেন্টার ব্যাকরা যেমন গোলার মতো হেডারে গোল করেন, সেরকম গোল করার অভ্যেস আছে অ্যালড্রেডের।

আপুইয়ার সময় থেকে 'ডার্বি' শুরু হয়েছিল। যত সময় যাচ্ছে, মাঠের বাইরের সেই 'ডার্বি'-র উত্তাপ আরও বাড়ছে। এখন তো সেটা যেন ‘আগুনে’ পরিণত হয়েছে। আর মঙ্গলবার বেলায় তাতে আরও 'কর্পূর' দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলকে ঠেস দিয়ে অস্ট্রেলিয়ার 'এ' লিগে ব্রিসবেন রোরের হয়ে খেলা ৩৩ বছরের ডিফেন্ডার (সেন্টার ব্যাক) থমাস মাইকেল অ্যালড্রেডকে (টম অ্যালড্রেড) দলে নেওয়ার কথা ঘোষণা করল সবুজ-মেরুন ব্রিগেড। যিনি চলতি বছরের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন। আর সেই খেলোয়াড়কে দলে নেওয়ার ঘোষণাটা এমন কায়দায় করেছে মোহনবাগান, সেটাই ‘কর্পূর’ মনে হচ্ছে। 

‘কর্পূর’ ভিডিয়োয় কী আছে?

সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের পোস্ট করা ভিডিয়োর শুরুতেই একটি খবর দেখানো হয়েছে, যাতে দাবি করা হয়েছে যে 'জর্ডনের বিকল্প হিসেবে এই তারকার দিকে নজর লাল-হলুদের।' আর সেইসঙ্গে একজনকে বলতে শোনা গিয়েছে, 'টম অ্যালড্রেডকে সই করানোর জন্য কেরালা (ব্লাস্টার্সের) সঙ্গে খুব ভালোভাবে লড়াইয়ে চলে এসেছে ইস্টবেঙ্গল।'

আরও পড়ুন: Chhangte not coming to Mohun Bagan: ছাংতে আসছেন না মোহনবাগানে! জোড়া ‘অস্ত্রে’ আপুইয়াকে ছিনিয়ে নিয়েছে মুম্বইয়ের থেকে

তারপরই পঙ্কজ ত্রিপাঠীর বিজ্ঞাপনের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে, যাতে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের কালিন ভাইয়াকে বলতে শোনা গিয়েছে, ‘ইতনা কনফিডেন্স? ক্যায়সে?’ তারপর অ্যালড্রেডের খেলার কয়েকটি ভিডিয়ো দেখানো হয়। সেন্ট্রাল ব্যাকের ডিফেন্সিভ স্কিল, নিখুঁত ট্যাকলের পাশাপাশি হেডারে গোলের কয়েকটি মুহূর্তও দেখানো হয় ভিডিয়োয়। সেটার পরে মোহনবাগানের জার্সি পরা অ্যালড্রেডের ছবি দিয়ে বলা হয়, ‘ওয়েলকাম অ্যালড্রেড।’

ভিডিয়ো দেখে মোহনবাগান সমর্থকদের প্রতিক্রিয়া

সেই ভিডিয়োয় মজেছেন মোহনবাগান সমর্থকরা। তেমনই এক নেটিজেন বলেন, ‘অ্যাডমিন অন ফায়ার।’ অপর এক নেটিজেন বলেন, ‘উফ! এই অ্যাডমিন তো সেরা। বিশ্বের সেরা অ্যাডমিন।’ একইসুরে অপর এক মোহনবাগান সমর্থক বলেন, ‘যিনি নয়া অ্যাডমিন হয়েছেন, তাঁকে প্রণাম। আগুন জ্বালিয়ে দিচ্ছেন পুরো।’ অপর একজন বলেন, 'অ্যানাউন্সমেন্টের জন্য যত না বেশি অপেক্ষা করছি, তার থেকে বেশি অপেক্ষা করছি এই ভিডিয়োগুলির জন্য। অনলাইন পোস্টগুলো যেভাবে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাচ্ছে, খেলোয়াড়রা তার দ্বিগুণ আগুন মাঠে জ্বালালেই হল।'

আরও পড়ুন: Mohun Bagan & ISL-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মোহনবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর

মোহনবাগানে এসে কী বলছেন অ্যালড্রেড?

অ্যালড্রেড বলেছেন, 'মোহনবাগানে যোগ দিয়ে খুব আনন্দিত বোধ করছি। আমি যে সবুজ-মেরুন জার্সি পরতে পারব, সেটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। দ্রুত মাঠে নামতে আমি মুখিয়ে আছি।' সেইসঙ্গে তিনি বলেন, ‘মোহনবাগানের ইতিহাস সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। মোহনবাগান সম্প্রতি যে সাফল্য পেয়েছে, সেটাও দূর থেকে দেখেছি। মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদিন আমি আমার নিজের সেরাটা উজাড় করে দেব।’

অস্ট্রেলিয়ায় থমাস মাইকেল অ্যালড্রেডের ইতিবৃত্ত

২০১৯-২০ সালে ব্রিসবেন রোরে যোগ দিয়েছিলেন অ্যালড্রেড। অধিনায়কও হয়েছিলেন। ব্রিসবেনের হয়ে মোট ১১৬টি ম্যাচ খেলেন। করেন তিনটি গোল। তাঁর অধিনায়কত্বে চলতি বছরের গোড়ার দিকে এ-লিগ ফাইনালস সিরিজে খেলেছিল ব্রিসবেন। খেলেছিল ২০২৩ সালের অস্ট্রেলিয়া কাপ ফাইনালেও। উল্লেখ্য, ইংল্যান্ডের বোল্টনে জন্মগ্রহণ করেন অ্যালড্রেড।

আরও পড়ুন: East Bengal FC Transfer News: আরও দু' বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন তারকা স্প্যানিশ মিডিও, ৫ ফুটবলারকে ছাড়ল লাল-হলুদ

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.