বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2022-23: বিশ্বকাপের দলে রাখেনি ইংল্যান্ড, টনির আগুন সইতে হল সিটিকে! হারল ঘরের মাঠে

EPL 2022-23: বিশ্বকাপের দলে রাখেনি ইংল্যান্ড, টনির আগুন সইতে হল সিটিকে! হারল ঘরের মাঠে

গোল করার পর ইভান টনি (AP)

Man City vs Brentford match: টনি ইভানের জোড়া গোলের সৌজন্যে ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারাল ব্রেন্টফোর্ড। ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে পরাজয়ের মুখে পড়লেন পেপ গুয়ার্দিওলারা।

ইংল্যান্ডের বিশ্বকাপ তালিকায় নেই ইভান টনি। শনিবার যেন সেই ‘বঞ্চনার’ জবাব দিলেন। টনি ইভানের জোড়া গোলের সৌজন্যে ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারাল ব্রেন্টফোর্ড।

শনিবার এতিহাদ স্টেডিয়ামেই পরাজিত হয় ম্যান সিটি। খেলা শুরুর আগেই ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের‌ আগে খেলোয়াড়রা চোট বাঁচিয়েই খেলার চেষ্টা করবেন। তা সত্ত্বেও যে হারতে হবে, সেটা হয়তো ভাবতেও পারেননি সিটির কোচ। যিনি ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে পরাজয়ের মুখে থাকলেন।

পায়ে চোট লাগার ফলে ছয়টি ম্যাচ খেলতে পারেননি হালান্ড। এদিন তাঁকে প্রথম একাদশেই দেখা যায়। এবার বিশ্বকাপে তাঁকে দেখতে পাবেন না ফুটবল দর্শকরা। হালান্ডের নরওয়ে এবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। তাঁর মতোই বিশ্বকাপে না থাকা টনি যেন ইংল্যান্ডের কোচ গ্যার সাউথগেটের অবহেলার জবাব দিলেন। 

ম্যাচের শুরুর দিকেই টনি বল জালে জড়ানোর একটি সুযোগ পান। সামনে একা গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি টনি। তবে সেটাই বিপদ সংকেত ছিল ম্যান সিটির জন্য। ১৬ মিনিটে ফ্রিকিক থেকে হেডে গোল করে ইভান টনি। চলতি বছরে এটি তাঁর দশ নম্বর গোল। প্রথমার্ধের স্টপেজ টাইমে ফলাফলে সমতা ফিরিয়ে আনেন ফিল ফোডেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাথায় আঘাত পান লাপোর্টে। মাথায় ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফিরে আসেন লাপোর্টে। সেভাবেই একটি গোল লাইন ক্লিয়ারেন্স করে বাঁচিয়ে দেন ম্যান সিটিকে। তারইমধ্যে ম্যান সিটি খেলায় বারবার ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। উলটে অতিরিক্ত সময় (৯০+৮) জয়সূচক গোল করেন টনি।

বন্ধ করুন