ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিপক্ষে ডুরান্ড কাপে বড় জয় পেল মোহনবাগান সুপার জায়ান্টস। কোচের পদে দায়িত্ব নেওয়ার পর হোসে মোলিনার কাছে এটাই ছিল প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই সসম্মানে উত্তীর্ণ হলেন বাগানের হাইপ্রোফাইল কোচ। এর আগে যখন এটিকেতে এসেছিলেন তখন অনেকেই তাঁকে ভাবতেন রক্ষণাত্মক কোচ। কিন্তু সাম্প্রতিক সময় লাগাতার স্পেনের জাতীয় দলের সঙ্গে কাজ করে যে তাঁর ফুটবল দর্শন কিছুটা হলেও বদলেছে সেটারই প্রমাণ মিলল বাগানের এদিনের খেলায়। প্রথম মিনিট থেকেই আগ্রাসী মেজাজে বাগান ফুটবলাররা খেলতে থাকেন, ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকজন খেলোয়াড়কেই দেখে নিলেন মোলিনা। ডার্বির আগে তাঁর দল যে প্রস্তুত সেটা স্কোরলাইন ৬-০ দিয়েই বুঝিয়ে দিলেন বাগানের নতুন হেডস্যার।
আরও পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান ক্রিকেটারের জবাব তলব আইসিসির!
ম্যাচ শুরু চার মিনিটের মধ্যেই এগিয়ে যায় মোহনবাগান। সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটান অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জ্যাসন কামিন্স। সাহালের পাস থেকে প্লেসিংয়ে গোল করেন এই ফুটবলার। কয়েক মিনিটের মধ্যেই ফের গোল, এবার গোলদাতা আরেক বিদেশি টম আলদ্রেড। লিস্টনের বাড়ানো বল প্রতিহত করার চেষ্টা করেন এয়ার ফোর্সের গোলরক্ষক, রিবাউন্ড বলে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই ডিফেন্ডার। মোহনবাগানের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন চিরপ্রতিদ্বন্দী ক্লাব ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত, সবটাই নোটবুকে তুলে নিলেন তিনি।
আরও পড়ুন-আজ রয়েছে নীরজ-শ্রীজেশদের পদক জয়ের সুযোগ! কখন শুরু,কোথায় দেখবেন ম্যাচ? জেনে নিন…
৩৮ মিনিটে আসে মোহনবাগানের তৃতীয় গোল, এক্ষেত্রে অ্যাসিস্ট সেই সাহালেরই। তাঁর বাড়ানো পাস দুরন্ত শটে গোলে ঢুকিয়ে দেন লিস্টন, কেঁপে ওঠে জাল। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন সুহেল, গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পেয়েও গোল করতে পারেননি তিনি। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই বিশ্বমানের ভলিতে গোল করে বাগানের হয়ে চতুর্থ গোল করে যান অনিরুদ্ধ থাপা, ৬৫ মিনিটের মাথায় স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ৭৬ মিনিটে আসে বাগানের পঞ্চম গোল, এক্ষেত্রেও সেই বিশ্বকাপার কামিন্সই গোল করেন মনভীরের বাড়িয়ে দেওয়া সহজ পাস থেকে।
আরও পড়ুন-‘ওজন তো আমিও কমাই খেলতে নামার আগে’! ভিনেশের পাশে দাঁড়িয়ে সমবেদনা সোনা জেতা সারা-র
বাগানের হয়ে ষোলো কলা পূর্ণ করে ষষ্ঠ গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা গ্রেগ স্টুয়ার্ট, ম্যাচের অন্তিমলগ্নে গোল করেন তিনি। শেষপর্যন্ত বড় ম্যাচের আগে হাফ ডজন গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়ল সবুজ মেরুন শিবির। ১৮ অগাস্ট যুবভারতী স্টেডিয়ামে রয়েছে ডুরান্ড কাপের প্রথম ডার্বি ম্যাচ। সেটাই গ্রুপ লেগের শেষ ম্যাচ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।