কলকাতা লিগে অনবদ্য জয় ইস্টবেঙ্গল ক্লাবের। পিয়ারলেস ক্লাবের বিপক্ষে শনিবারের বাতিল হয়ে যাওয়া ম্যাচই রবিবার অনুষ্ঠিত হল। ইস্টবেঙ্গল মাঠে সেই ম্যাচ সহজেই জিতে নিল জেসিন, তন্ময়রা। ম্যাচে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলে লালহলুদ বাহিনী। এবারের কলকাতা লিগে তাঁরা যে অন্যতম দাবিদার সেটা এখনও পর্যন্ত অপরাজিত থেকেই বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ফুটবলাররা। হিরা মণ্ডল, জেসিনরা পিয়ারলেসের বিরুদ্ধে নিজেদের নামের প্রতি সুবিচার করেই খেললেন, আর তাতেই সহজ ম্যাচ জিতে নিল লালহলুদ শিবির। পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল দল। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন জেসিন এবং আশিক। প্রায় প্রতি ম্যাচেই গোল করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন জেসিন।
আরও পড়ুন-ফের বিতর্কে জড়ালেন শাকিব!এবার রিজওয়ানের দিকে বল ছুঁড়লেন!সাবধান করলেন আম্পায়ার…
প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললেও আসল কাজের কাজটা করতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবলাররা। গোলের দেখা পাননি তৈরি। সুযোগ তৈরি করেছিল অনেক, কিন্তু কনভার্ট হচ্ছিল না। দ্বিতীয়ার্ধেই ভাঙে ডেডলক। তবে সেটার জন্যেও ৭৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল লালহলুদকে। কারণ পিয়ারলেস দলের রক্ষণভাগের ফুটবলাররাও মরিয়া হয়ে লড়াই দিচ্ছিলেন। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে একক নৈপন্যে পিয়ারলেস ফুটবলারদের কাটিয়ে গোলের সামনে মহম্মদ আশিকের উদ্দেশ্যে বল সাজিয়ে দেন জেসিন, সেই পাস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে কাঙ্খিত লিড এনে দেন আশিক। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঢংয়ে সিউ সেলিব্রেশন করেন তিনি।
আরও পড়ুন-‘আমার কাজ তুমি সহজ করে দিয়েছ…’ বন্ধু শিখরের অবসরে আবেগঘন বার্তা ভারত অধিনায়কের!
কয়েক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। এবার গোল স্কোরারের তালিকায় নাম তোলেন জেসিন টিকে। ৮৪ মিনিটে বক্সের ভিতর থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান জেসিন। কেরালাইট ফুটবলারটির বাঁপায়ের চোখ ধাঁধানো শট বাংলার ফুটবল মনে রাখবে অনেকদিন। ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-বিরতির মাঝেই পার্কে কার্ডিও অনুশীলনে ব্যস্ত ভারত অধিনায়ক! ভাইরাল হিটম্যানের ভিডিয়ো…
২ গোল খেয়েও অবশ্য খেলা থেকে হারিয়ে যায়নি পিয়ারলেস, তাঁরাও পাল্টা আক্রমণে আসে। ৮৭ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে সরাসরি থ্রু বল পেয়ে যান পিয়ারলেসের ফুটবলার চাইনে, সেই বল নিয়েই বক্সের ভিতর এক ডিফেন্ডারকে সঙ্গে নিয়েই গোলরক্ষককে পরাস্ত করে পিয়ারলেসের হয়ে ব্যবধান কমান তিনি। শেষ পর্যন্ত ২-১ ফলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে বিনো জর্জের ছেলেরা। কলকাতা লিগে ধারাবাহিকভাবে জেসিন পারফরমেন্স করে আসায় অনেকেই মনে করছেন তিনি এবার পাকাপাকিভাবেই সিনিয়র দলে সুযোগ পেতে চলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।