দীর্ঘ প্রতীক্ষার পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। বুধবার রাতে সেই দলই হায়দরাবাদ থেকে এসে পৌঁছয় কলকাতায়। এদিন প্লেয়ারদের বরণ করে নিতে বিরাট আয়োজন করা হয়েছিল। ঢাকের বাদ্যিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। উপস্থিত ছিলেন খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও হাজির ছিলেন IFA সচিব অনির্বান দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস সহ একাধিক শীর্ষকর্তা। বিমানবন্দরের লবিতে যখন সঞ্জয় সেন, রবি হাঁসদারা একে একে বিমান থেকে নেমে উপস্থিত হন তখন তাঁদের অভিনন্দন জানাচ্ছিলেন ক্রীড়ামন্ত্রী। তাঁর হাতে সন্তোষ ট্রফি তুলে দেন বাংলার ফুটবলাররা। সেই সময় বাইরে অপেক্ষা করছিলেন ফুটবল প্রেমী জনতা।
ভারতীয় ফুটবলের মক্কা হিসেবে পরিচিত বাংলা। এখানে এই খেলাকে কেন্দ্র করে আবেগের কোনও খামতি নেই। এদিনও তাঁর অন্যথা হয়নি। একবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন ফুটবলারদের ছুঁয়ে দেখতে ঝাঁপিয়ে পড়েন ভক্তরা। বাংলার দলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন তিন প্রধান- ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের কর্তারা। তবে এসবের থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন জয়ের আসল কারিগর কোচ সঞ্জয় সেন। একটা সময় গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিয়েই নিয়েছিলেন তিনি, তবে ক্রীড়ামন্ত্রী ডাকায় ফের ফিরে আসেন। এরপর ভিড়ের চাপে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। যেই কারণে গোটা দলকে ফের বিমানবন্দরের ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফাইনালের জয়ের নায়ক রবি হাঁসদার স্ত্রী-সন্তান সহ গোটা পরিবার। ভক্তদের আবদার মিটিয়ে ধীরে ধীরে এগিয়ে যান পরিবারের কাছে। কোলে তুলে নেন নিজের ছোট্ট মেয়ে রিমিকে। এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সেই সময় রবি বলেন, ‘এবার চাই মোহনবাগানের হয়ে খেলতে। পাশাপাশি যদি একটা চাকরি হয় তাহলে উপকার হয়।’ জানা যাচ্ছে ইতিমধ্যেই IFA সচিব অনির্বান দত্ত রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে যদি এই দলের খেলোয়াড়দের বিভিন্ন দফতরে চাকরির ব্যবস্থা করা যায়। কোচ সঞ্জয় সেন বলেছেন, ‘দলের ফুটবলাররাই আসল হিরো। ওদের সব দিক থেকে দেখতে হবে।’
ফুটবলারদের চাকরি হওয়ার বিষয়টা নিয়ে আশাবাদী IFA সচিব। তিনি বলেন, ‘বিভিন্ন দফতরে কথা বলেছি, আশাবাদী ইতিবাচক কিছু হবে।’ অন্যদিকে কোচের প্রশংসায় পঞ্চমুখ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘বাংলার ফুটবলে সাময়িকভাবে একটা খারাপ সময় এসেছিল, সেটা কেটে গিয়েছে। এই ভালো সময়টাকে ধরে রাখতে হবে। দল গঠন থেকে পরিচালনা, সবটাই এবছর বেশ ভালো হয়েছিল। সুভাষ ভৌমিক, সুব্রত মুখার্জির পর সঞ্জয় সেন এই মুহূর্তে সেরা কোচ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।