প্র্যাক্টিসে নেমে পড়লেন জনি কাউকো, প্রথম দিনই ‘ক্লোজডোর’ প্রস্তুতি ATK MB-র Updated: 27 Jul 2021, 08:17 PM IST Tania Roy শুরু হয়ে গেল এটিকে মোহনবাগানের প্রস্তুতি। এ দিন মূলত শারীরিক সক্ষমতার উপরেই জোর দেওয়া হয়েছিল। দেখে নিন বাগানের প্রস্তুতির ছবি। 1/4প্র্যাক্টিসে নেমে পড়ল আন্তোনিও লোপেজ হাবাসেন এটিকে মোহনবাগান। মঙ্গলবার সন্ধ্যায় এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান। 2/4ইউরোতে খেলা ফিনল্যান্ডের মিডিও জনি কাউকো যুবভারতীতে প্র্যাক্টিস শুরু করে দিলেন। 3/4প্রায় দেড় ঘণ্টা ‘ক্লোজডোর’ অনুশীলন করল এটিকে মোহনবাগান। 4/4হুগো বৌমাস শহরে এসে পড়লেও সফরের ক্লান্তি কাটাতে মঙ্গলবার বিশ্রাম নিয়েছেন তিনি। বুধবার থেকে তিনিও প্র্যাক্টিস শুরু করে দেবেন।