মোহনবাগানের সবুজ-তোতা জোসে রামিরেজ ব্যারেটো এ বার পেশাদার কোচিংয়ে নিজের জায়গা আরও মজবুত করল। এএফসি ‘এ’ ডিপ্লোমা লাইসেন্স পাস করলেন ব্যারেটো। ‘বি’ লাইসেন্স আগেই পাস করেছিলেন ব্যারেটো। এ বার পরের পর্ব পার হওয়ায়, আইএসএল টিমের সহকারী কোচ হতেও তাঁর আর কোনও সমস্যা থাকবে না। তবে আইএসএল দলের প্রধান কোচ হওয়ার জন্য তাঁদের অবশ্য আরও এক ধাপ পার করতে হবে। আইএসএলের প্রধান কোচ হতে গেলে এএফসি প্রো ডিপ্লোমা লাইসেন্স থাকতে হবে।
আরও পড়ুন: ISL-এর ম্যাচ ঘিরে বিতর্কের ঝড়, দল তুলে নিল কেরালা, সেমিতে সুনীলরা- ভিডিয়ো
প্রসঙ্গত ব্যারেটোর সঙ্গে এএফসি ‘এ’ ডিপ্লোমা লাইসেন্স পাস করেছেন কলকাতা ফুটবলের আর এক পরিচিত মুখ রঞ্জন ভট্টাচার্যও। দু’জনেই ভালো ভাবে উত্তীর্ণ হয়েছেন এএফসি ‘এ’ ডিপ্লোমা লাইসেন্সের পরীক্ষায়। এর ফলে আইএসএলের সহকারী কোচ ছাড়াও আইলিগের যে কোনও ক্লাবে কোচিং করাতে পারবেন ব্যারেটো এবং রঞ্জন। কারণ আইলিগে কোচ হতে গেলেও এখন এএফসি ‘এ’ ডিপ্লোমা লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। লাইলেন্স না থাকার কারণে কলকাতার ময়দানের বহু পরিচিত কোচকে এখন আর দেখা যায় না বেঞ্চে। কারণ, নির্দিষ্ট ডিপ্লোমা বা ডিগ্রি না থাকলে ভারতের প্রথম সারির দুই প্রতিযোগিতায় কোচিং করানো যায় না।
আরও পড়ুন: প্লে-অফের আগে জেনে নিন ATKMB-কে কী কী বিষয় সমস্যায় ফেলতে পারে, দলের শক্তিই বা কী?
কোচিং করানোর ভাবনা ব্যারেটোর বরাবরই ছিল। ভারতে ফুটবল খেলতে এসে এখন তিনি নিজেও অর্ধেক ভারতীয় হয়ে উঠেছেন। ফুটবলার জীবনে ইতি টানলেও, ব্রাজিলে ফিরে যাননি তিনি। থেকে গিয়েছে ভারতেই। এখন গোয়াতে নিজের ফুটবল অ্যাকাডেমি চালান ব্রাজিলিয়ান ব্যারেটো। তবে এ বার ‘এ’ লাইসেন্স পাওয়ার পর বাগানের সবুজ-তোতাকে হয়তো ফের ভারতীয় ফুটবলের মূলস্ত্রোতে ফিরতে দেখা যাবে কোচ হয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।