আইএফএ সচিবের পদ থেকে সরতে চেয়ে আগেই পদত্যাগ করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। আর সেই পদত্যাগপত্র গৃহীত হল সোমবার। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এ দিন জয়দীপের পদত্যাগপত্র গ্রহণ করেন। যদিও আগামী ১৭ জুন পর্যন্ত আইএফএর সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জয়দীপ।
আইএফএ-র নতুন সচিব হিসেবে একাধিক নাম রয়েছে তালিকায়। তবে পাল্লা ভারী বর্তমান আইএফএ কোষাধ্যক্ষ অনির্বাণ দত্তের দিকে। কিছুদিন আগেই আই এফ এ-র কোষাধ্যক্ষ হয়েছেন অনির্বান দত্ত, যিনি প্রাক্তন সচিব প্রয়াত প্রদ্যোত দত্তের বড় ছেলে।
আরও পড়ুন: বাংলায় ফুটসল নিয়ে আমরা সিরিয়াস, IFA-র পাশে বার্সেলোনার ফুটসল দলের কোচ
প্রথম দিকে জয়দীপ চাননি, অনির্বান কোষাধ্যক্ষ পদে আসুন। তাঁর প্রার্থী ছিলেন প্রাক্তন সহ-সচিব রবিন ঘোষ। শেষ পর্যন্ত অনির্বানের দিকে পাল্লা ভারি দেখে রবিন আর নির্বাচনে লড়েননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হয়ে যান অনির্বান।
পদত্যাগের কারণ হিসেবে জয়দীপ জানিয়েছেন তাঁর শরীর খারাপ। পাশাপাশি তিনি পারিবারিক কারণের কথাও বলেছেন। তবে এখনই তিনি সরে যাচ্ছেন না। জয়দীপ আই এফ এ-র সচিব হয়েছিলেন ২০১৯ সালে। তাঁর প্রথম টার্ম শেষ হওয়ার কথা সামনের বছরের জুন মাসে। তারই এক বছর আগে পদত্যাগ করায় বাংলার ফুটবল মহল কিছুটা হকচকিয়েই গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।