পা স্লিপ করতেই বিপদ! পেনাল্টি মারতে গিয়ে ডাবল টাচ করে বসেন জুলিয়ান আলভারেজ, যে কারণে পেনাল্টি মিস অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হৃদয়বিদারক পরাজয় শিকার হয় অ্যাটলেটিকো মাদ্রিদ।
আসলে জুলিয়ান আলভারেজ পেনাল্টি শুটআউটে শট নেওয়ার সময় পা পিছলে পড়ে যান এবং বলটি দু'বার স্পর্শ করেন। বুধবারের ম্যাচে ভিডিয়ো রিভিউর মাধ্যমে এটি দেখার পরে গোলটি বাতিল হয়। যদি গোলটি গণ্য হত, তাহলে শুটআউট ২-২ সমতায় আসত। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ স্কোর ৪-২ করে কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হয়। সেই সঙ্গে তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে।
আরও পড়ুন … শ্রেয়স ভালো খেলেছে কিন্তু… CT 2025 চ্যাম্পিয়ন হওয়ার পরেও ভারতীয় দলের সমালোচনায় বেঙ্গসরকার
এই বিষয়ে ফুটবলে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে রেফারি ডাবল টাচটি দেখতে পাননি, তবে মাদ্রিদের খেলোয়াড়রা বিষয়টি তার নজরে আনেন। মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, পেনাল্টি নেওয়ার মুহূর্তে তিনি ডাবল টাচটি দেখেননি, তবে রিপ্লেতে দেখে মনে হয়েছে, আলভারেজের বাঁ পায়ের মাধ্যমে দ্বিতীয় স্পর্শটি হয়েছে। অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেন, তিনি আর্জেন্তিনার এই ফরোয়ার্ডের ডাবল টাচটি দেখেননি, তবে বিশ্বাস করতে চান যে, ভিএআর হস্তক্ষেপ করলে নিশ্চয়ই কিছু দেখেছে।
আরও পড়ুন … কেন বেঙ্কটেশ আইয়ারের বদলে KKR-এর ক্যাপ্টেন হলেন অজিঙ্কা রাহানে? রহস্য থেকে পর্দা তুললেন দলের CEO
ছবিগুলো দেখে বোঝা কঠিন ছিল যে আলভারেজের বাঁ পা, যা পিছলে গিয়েছিল, সেটি প্রথম স্পর্শ করেছিল নাকি দ্বিতীয়বার বলটি ছুঁয়েছিল। নিয়ম অনুযায়ী, পেনাল্টি কিকারের প্রথম স্পর্শের পর তিনি আরেকবার বল স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না অন্য কোনও খেলোয়াড় বলটি স্পর্শ করে। যদি ম্যাচ চলাকালীন এই অনিয়ম ঘটে, তাহলে প্রতিপক্ষের জন্য পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয়। তবে শুটআউটে গোলটি বাতিল হয়।
২০১৪ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের কাছে হেরে গিয়েছিল অ্যাটলেটিকো। এছাড়া ২০১৫ সালের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ সালের সেমিফাইনালে মাদ্রিদের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় দলটি। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে টানা পাঁচবার শহরের এই প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গেল তারা।
বৃহস্পতিবার রাউন্ড অফ ১৬-এর দ্বিতীয় লেগের পরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫-এর কোয়ার্টার ফাইনালের জন্য আটটি দল তাদের জায়গা নিশ্চিত করেছে।
নতুনভাবে চালু হওয়া লিগ পর্বের শীর্ষস্থানীয় দল লিভারপুল পেনাল্টিতে পিএসজি-র কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদও একই পরিণতি ভোগ করেছে, তারা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। পিএসবি-কে হারিয়ে শেষ আটে জায়গা করেছে আর্সেনাল। দ্বিতীয় লেগের ফলে এই দলের ফল ৯-৩। অ্যাস্টন ভিলা ৬-১ ব্যবধানে ক্লাব বার্গকে হারিয়ে শেষ আটে উঠেছে।
আরও পড়ুন … আমার কেরিয়ার শেষ হয়ে গেছে… পাকিস্তানে হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরলেন দানিশ কানেরিয়া
কোন কোন দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে?
এফসি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে?
কোয়ার্টার ফাইনালের ম্যাচসূচি
বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান
আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা বনাম বরুশিয়া ডর্টমুন্ড
প্যারিস সেন্ট-জার্মেইন বনাম অ্যাস্টন ভিলা
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল কবে অনুষ্ঠিত হবে?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫-এর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল, এবং দ্বিতীয় লেগ হবে এক সপ্তাহ পর ১৫ এপ্রিল। কিক-অফ সময় এখনো ঘোষণা করা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।