বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > সোমবারই শহরে চলে আসছেন এই বছর ইউরোতে খেলা কাউকো, সঙ্গে আসছেন ATK MB কোচও

সোমবারই শহরে চলে আসছেন এই বছর ইউরোতে খেলা কাউকো, সঙ্গে আসছেন ATK MB কোচও

জনি কাউকো।

অগস্টের প্রথম সপ্তাহে শহরে আসার কথা রয়েছে রয় কৃষ্ণের। জানা গিয়েছে, এএফসি কাপের শিবির যুবভারতীতেই করতে চলেছেন হাবাস। এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলা রয়েছে ১৮-২৫ অগস্ট।

এ বার ইউরোতে খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো সোমবার সকালে শহরে পা রাখছেন বলে জানা গিয়েছে। কাউকোর সঙ্গে মুম্বই থেকে একই বিমানে আসছেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসও। সন্দেশ ঝিঙ্গান ছাড়া সব স্থানীয় প্লেয়ার ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সন্দেশেরও আসার কথা সোমবার। হুগো বৌমাসের শহরে আসার কথা মঙ্গলবার।

সূত্রের তরফে জানা গিয়েছে, ২৮ জুলাইয়ের মধ্যে সব ফুটবলারদের কলকাতায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে অগস্টের প্রথম সপ্তাহে শহরে আসার কথা রয়েছে রয় কৃষ্ণের। জানা গিয়েছে, এএফসি কাপের শিবির যুবভারতীতেই করতে চলেছেন হাবাস। এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলা রয়েছে ১৮-২৫ অগস্ট। 

এদিকে মোহনবাগান ইতিমধ্যে পাঁচ জন বিদেশিকে একেবারে চূড়ান্ত করে ফেলেছে। ডেভিড উইলিয়ামকেও কম বেতনে সই করানো হয়েছে। রয় কৃষ্ণের সঙ্গে সবার আগে চুক্তি করেছিল সবুজ-মেরুন। গত বারের তুুলনায় প্রায় দ্বিগুণ টাকা দিয়ে তাঁকে দলে ধরে রেখেছে। গত বারের এটিকে মোহনবাগানের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ডিফেন্সে খেলা আইরিশ ফুটবলার কার্ল ম্যাকহিউজকেও সই করিয়ে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। 

এরই সঙ্গে আইএসএল চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসি-র হুগো বৌমাসকেও সই করিয়েছে তারা। এ ছাড়াও এই বছর ইউরোতে খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকেও সই করানো হয়েছে। মোট পাঁচ জন বিদেশিকেই ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে এটিকে মোহনবাগান। তিরিকেও সম্ভবত রেখে দেওয়াই হচ্ছে। যদিও তিরিকে নিয়ে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দ্বিধা থাকলেও, ষষ্ঠ বিদেশি হিসেবে সম্ভবত তিরিকেই রাখা হতে পারে। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখন এটিকো মোহনবাগানের তরফে জানানো হয়নি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন