বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গত মরশুমে ISL-এ খুব কম ম্যাচ খেলেও নজর কেড়েছিলেন, জিকসনের সঙ্গে চুক্তি কেরালার

গত মরশুমে ISL-এ খুব কম ম্যাচ খেলেও নজর কেড়েছিলেন, জিকসনের সঙ্গে চুক্তি কেরালার

জিকসন সিং।

এ বারের আইএসএল মরশুমটা কেরালা ব্লাস্টার্সের জন্য একেবারে দুরন্ত কেটেছে। গ্রুপ পর্ব শেষে চারে শেষ করলেও, ছয় মরশুম পরে তৃতীয় বারের জন্য ফাইনালে ওঠে কেরালা। তবে পেনাল্টিতে হায়দরাবাদের কাছে হেরে যেতে হয় তাদের।

ধীরে ধীরে পরের মরশুমের দল গোছাতে শুরু করে দিল কেরালা ব্লাস্টার্স। ২০ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংয়ের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সেরে ফেলল তারা। ২০২৫ পর্যন্ত জিকসনের সঙ্গে চুক্তি করেছে কেরালা ব্লাস্টার্স।

আগেই কোচ ইভান ভুকোমানোভিচের সঙ্গে চুক্তি সেরে ফেলেছিল তারা। ফাইনালে জেতাতে না পারলেও, তাঁর কোচিংয়ে যে লড়াইটা কেরালা করেছে, তার জন্য ভুকোমানোভিচের উপরই নতুন মরশুমে শুধু নয়, ২০২৫ পর্যন্ত চুক্তি সেরে ফেলেছে কেরালা। আর জিকসন খুব ম্যাচ খেললেও নজর কেড়েছিলেন। তাই তরুণ জিকসনের সঙ্গে চুক্তি সেরে ফেলল কেরালা।

আরও পড়ুন: দলকে সাফল্য এনে দিতে পারেননি, তবু নতুন মরশুমে ATK MB-র দায়িত্বে ফেরান্দোই

এ বারের আইএসএল মরশুমটা কেরালা ব্লাস্টার্সের জন্য একেবারে দুরন্ত কেটেছে। গ্রুপ পর্ব শেষে চারে শেষ করলেও, ছয় মরশুম পরে তৃতীয় বারের জন্য ফাইনালে ওঠে কেরালা। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শেষ করার পর, তারা যে ভাবে শিল্ডজয়ী জামশেদপুরকে সেমিতে হারায়, তা নিঃসন্দেহে ছিল নজরকাড়া।

ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে ১-১ ম্যাচ ড্র হলে, শেষ পর্যন্ত পেনাল্টিতে ৩-১ হেরে আবারও হৃদয়ভঙ্গ হয় কেরালার। তবে নতুন মরশুমে নতুন লড়াইয়ের জন্য ফের ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে দক্ষিণ ভারতের দলটি।

বন্ধ করুন