বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কলকাতার ISL জয়ী দলের স্প্যানিশ তারকাকে সই করিয়ে চমক কেরালা ব্লাস্টার্সের

কলকাতার ISL জয়ী দলের স্প্যানিশ তারকাকে সই করিয়ে চমক কেরালা ব্লাস্টার্সের

ভিক্টর মনগিল।

২০১৯-২০ মরশুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটিকে (বর্তমানে এটিকে মোহনবাগান) শিবিরেও যোগ দিয়েছিলেন মনগিল। সে বারে অন্তোনিও লোপেজ হাবাসের এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়।

ওড়িশা এফসি ছেড়ে এ বার কেরালা ব্লাস্টার্সে পাড়ি দিলেন স্প্যানিশ তারকা ভিক্টর মনগিল। বুধবারই কেরালার তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, তাঁর চুক্তির কথা। ২০২৩ সাল পর্যন্ত চুক্তি হয়েছে ওড়িশার প্রাক্তন অধিনায়ক মনগিলের।

২০১৯-২০ মরশুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটিকে (বর্তমানে এটিকে মোহনবাগান) শিবিরেও যোগ দিয়েছিলেন মনগিল। সে বারে অন্তোনিও লোপেজ হাবাসের এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়। এটিকেকে চ্যাম্পিয়ন করার পর অল্প সময়ের জন্য নিজের পুরোনো ক্লাব ডায়নামো তিবলিসিতে নাম লেখান তারকা। তবে খুব অল্প দিনের জন্য। এর পরই ওড়িশার ক্লাবে যোগ দেন। সেখান থেকে এ বার কেরালায় পাড়ি দিলেন ভিক্টর।

আরও পড়ুন: গত বার ইস্টবেঙ্গলে সে ভাবে নজর কাড়েননি, ভাগ্য ফেরাতে নর্থ-ইস্টে পাড়ি অরিন্দমের

২৯ বছরের স্প্যানিয়ার্ড যুব কেরিয়ার শুরু করেন রিয়েল ভালাদোলিদের হয়ে। ২০১১-১২ মরশুমে মূল দলে সুযোগ পাওয়ার আগে ক্লাবের ‘বি’ দলেও নিজের যোগ্যতার ছাপ রেখেছিলেন। স্পেনে একাধিক ক্লাবে খেলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের ‘বি’ দলের অন্যতম সম্পদ ছিলেন। ২০১৯-এ যোগ দেন জর্জিয়ার ক্লাব ডায়নামো তিবলিসিতে। সেই বছরেই জর্জিয়ার প্রিমিয়ার লিগ জেতে ডায়নামো তিবলিসি। দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মনগিল। জর্জিয়ান ক্লাবের হয়ে ইউরোপা লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন: মুগ্ধ ফেরান্দো, অনূর্ধ্ব-২১-এর ২ তরুণের সঙ্গে আরও ৩ বছরের চুক্তি বাড়াল ATK MB

কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়ে তারকা স্প্যানিশ বলেছেন, ‘কেরালা ব্লাস্টার্স সই করে উচ্ছ্বসিত। সতীর্থদের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে রয়েছি। সামনে উত্তেজক ফুটবল মরশুম পড়ে রয়েছে। সমর্থকরাও মাঠে ফিরছেন। আমরা একসঙ্গে ফুটবল মাঠে লড়াইয়ের পাশাপাশি উপভোগ করব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন