কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। প্রতিটি সেকেন্ডে বদলে গিয়েছে ম্যাচের রং। ম্যাচের অবস্থা ছিল ৩-৩। খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের ইঞ্জুরি টাইমে বল নিয়ে এগিয়ে যান ফরাসি ফুটবলরা কোলো মুয়ানি। সামনে শুধু আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানও মার্টিনেজ। শর্ট করলেন মুয়ানি। মার্টিনেজ বাঁ পা দিয়ে আটকে দেন শট। তার প্রায় সঙ্গে সঙ্গেই অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার বাঁশি বাজান রেফারি।
তারপরের ঘটনা প্রায় সকলেরই জানা। টাইব্রেকারে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় মেসির দল। ৩৬ বছর পরে বিশ্বকাপ ঢোকে আর্জেন্তিনার ঘরে। কিন্তু সেই দিন গোল করতে না পারা ২৪ বছর বয়সী ফরাসি ফরওয়ার্ড কোলো মুয়ানির আফসোস আজও যায়নি। ফাইনালের রাতে সেই সময় তাঁর মনে কি চলছিল তা সম্প্রতি এক সাক্ষাৎকারে বহিঃপ্রকাশ করেন। তিনি বলেন, ‘সেই সময় আমার মাথা এবং মনকে বললাম এবার তোমাকে শর্ট করতে হবে। আমি পোষ্টের কাছাকাছি শর্ট করার চেষ্টা করেছি কিন্তু গোলকিপার আটকে দিয়েছে। কিন্তু শর্ট করা ছাড়া অন্যান্য বিকল্প আমার কাছে ছিল। আমি গোলকিপারকে ডচ করতে পারতাম কিংবা অন্যদিক থেকে উঠে আসা এমবাপ্পেকে খুঁজে নিয়ে বল বাড়াতে পারতাম। কিন্তু ওই মুহূর্তে তাঁকে খুঁজে পাইনি। পিছন ফিরে তাকানোর পর অনেক বিকল্প চোখে পড়ে। তবে খুব দেরি হয়ে যায়। এই মুহূর্ত আমার গলায় কাটার মত বিঁধে আছে এবং সারা জীবন থাকবে।’
অতিরিক্ত সময়ের এমিলিয়ানও মার্টিনেজ এই শটটি আটকে দেওয়ার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে কাপ ওঠে মেসিদের হাতে। বিশ্বজুড়ে মেসিদের বিশ্বকাপ জয়ের উদযাপন করা হয়। তবে বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে বিতর্কে জড়িয়েছে আর্জেন্তিনা দল। মাঠের মধ্যেই অশ্লীল ভাবে সেলিব্রেশন করায় বিতর্কের মুখে পড়েন মার্টিনেজ। এছাড়াও বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়ে আর্জেন্তিনা। অন্যদিকে পরপর দুবার বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে চুরমার হয় ফ্রান্সের। ২০২২ সালের আগের বছর রাশিয়া বিশ্বকাপ জেতে ফ্রান্স। কিন্তু এবার তা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।