দু'জনে একই ক্লাব দলে খেলেন। দু'জনের সম্পর্কও অত্যন্ত ভালো। তাই মাঠের লড়াইয়ে মরক্কোকে হারানোর পর ‘ভাই’ আচরাফ হাকিমিকে সান্ত্বনা দিলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের মহাতারকা বার্তা দিলেন, এবার বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছেন হাকিমি।
গত বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী ইংরেজি মতে) মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। তার জেরে শেষ হয়ে যায় আরব দেশের ঐতিহাসিক যাত্রা। বেলজিয়ামকে হারিয়ে যে স্বপ্নটা দেখা শুরু করেছিল হাকিমির মরক্কো, তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাতে এতটুকুও সম্মান না কমলেও হাকিমিরা স্বভাবতই সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন।
সেই কষ্টের মুহূর্তে ‘ভাই’ হাকিমির পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের মহাতারকা কিলিয়ান এমবাপে। যে দু'জনেই প্যারিস সাঁজা মা'র সঙ্গে খেলেন। সেমিফাইনালের পর হাকিমির কাঁধে মাথা রেখে একটি ছবি পোস্ট করেন এমবাপে। সঙ্গে লেখেন, 'ভাই মন খারাপ কর না। তুমি যা করেছ, তাতে সবাই গর্বিত। তুমি ইতিহাস তৈরি করেছ।'
মরক্কোর কোচের প্রতিক্রিয়া
বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেন, 'আমাদের খেলোয়াড়রা নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। যতটা সম্ভব যাওয়া সম্ভব, ততটা গিয়েছে ওরা। ওরা ইতিহাস গড়তে চেয়েছিল। কিন্তু অলৌকিক ঘটনার মাধ্যমে বিশ্বকাপ জেতা যায় না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা সেটাই করব। কঠোর পরিশ্রম করতে থাকব।'
আরও পড়ুন: আফ্রিকান ও আরব দেশের স্বপ্ন ভেঙে দিল ফ্রান্স! মরক্কোকে হারিয়ে ফাইনালে এমবাপেরা
সেই পথেই যে এগিয়ে যাবেন হাকিমিরা, তা স্পষ্ট করে দিয়েছেন মরক্কোর কোচ। আপাতত আফ্রিকান কাপ অফ নেশনসের দিকে মনোনিবেশ করেছে মরক্কো। আরব দেশের কোচ বলেন, ‘এবার বাড়তি চাপ থাকবে। আমরা জানি যে আমরা কখনও কখনও ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছি। কিন্তু আমরা (বিশ্বকাপের) সেমিফাইনালে ওঠায় সেই (ফেভারিটের) তকমাটা সরাতে পারব না।'
আরও পড়ুন: FIFA WC France vs Morocco: ফরাসি-মরক্কোর সমর্থকদের সংঘর্ষ, ফ্রান্সে সেমিফাইনালের ‘বলি’ যুবক
মরক্কোর কোচ বলেন, 'আমার মতে, ওই টুর্নামেন্টে কীভাবে এগিয়ে যাওয়া যাবে, তা বিবেচনার জন্য আমাদের হাতে এখনও সময় আছে। পরবর্তী ম্যাচ আছে সেই মার্চে। কিন্তু আমি আগেও যেটা বলেছিস এখনও সেটা বলছি। আমরা (আফ্রিকান কাপ অফ নেশনস) নিদেনপক্ষে সেমিফাইনালে যেতে না পারলে আমি (কোচ) থাকব না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।