বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > জিদানকে অপমান, সরব ফুটবলমহল, ক্ষোভ উগরালেন এমবাপে, ক্ষমা চাইলেন FFF প্রেসিডেন্ট

জিদানকে অপমান, সরব ফুটবলমহল, ক্ষোভ উগরালেন এমবাপে, ক্ষমা চাইলেন FFF প্রেসিডেন্ট

জিনেদিন জিদান এবং ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেট।

বিশ্বকাপের পর দিদিয়ের দেশঁ পরিবর্তে জিদান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অন্যতম প্রধান দাবীদার ছিলেন। কিন্তু ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য দেশঁর চুক্তি বাড়ানো হয়। প্রসঙ্গত, ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্তিনার কাছে হেরে যায়।

জিনেদিন জিদানকে চূড়ান্ত অপমান! শেষ পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রেট সোমবার জিদানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচের বিষয়ে তাঁর মন্তব্যে শুধু খেলোয়াড়রাই নন, রাজনীতিবিদ, এমন কী স্প্যানিশ ক্লাবের ক্ষোভের কারণ হয়ে উঠেছেন।

বিশ্বকাপের পর দিদিয়ের দেশঁ পরিবর্তে জিদান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অন্যতম প্রধান দাবীদার ছিলেন। কিন্তু ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য দেশঁর চুক্তি বাড়ানো হয়। প্রসঙ্গত, ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্তিনার কাছে হেরে যায়।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে ওয়েঙ্গারের সাহায্য প্রার্থনা ফেডারেশন প্রেসিডেন্টের

জিদানের ফ্রান্সের কোচ হওয়া নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রেট বলেন, ‘জিদান? আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং- যেখানে চান, সেখানে যেতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও ওঁর ফোন ধরতাম না।’

আরও পড়ুন: জল্পনার অবসান, ফ্রান্স ফুটবল টিমের হটসিটে থাকছেন দেশঁই, ২০২৬ পর্যন্ত চুক্তি

তিনি শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালন ডিওর জয়ী খেলোয়াড় করিম বেঞ্জিমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। ফ্রান্স ফুটবলের সভাপতি বলেছেন, ‘বেঞ্জিমার অনুপস্থিতি? হয়তো করিম বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এত গোল করার সুযোগ পেতাম না।’

লে গ্রেটের এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। তীব্র ক্ষোভ উগরে দেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে সোনার বুট জয়ী তারকা প্রতিবাদ জানিয়ে টুইটারে লিখেছেন, ‘জিদানই ফ্রান্স। কিংবদন্তিকে আমরা এ ভাবে অসম্মান করতে পারি না।’ লে গ্রেটের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন জিদান ভক্তরা।

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডারের প্রতি এমন অসম্মানজনক মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েছে জিদানের প্রাক্তন ক্লাব রিয়েল মাদ্রিদও। এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটির মন্তব্য, ‘বিশ্ব জুড়ে ফুটবল ভক্তদের দ্বারা সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের একজনের প্রতি এমন মন্তব্য অসম্মানজনক।’

এর পরেই অবস্থা বেগতিক দেখে পাল্টি খেয়েছেন লে গ্রেট। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘এই মন্তব্যগুলির জন্য আমি ব্যক্তিগত ভাবে ক্ষমা চাইতে চাই, যা একেবারেই আমার চিন্তাভাবনাকে প্রতিফলিত করে না। তিনি যেমন খেলোয়াড় ছিলেন এবং যেমন কোচ হয়েছেন, (মন্তব্যগুলো) তাঁর প্রতি আমার বিবেচনার প্রতিফলন ঘটায় না। আমি স্বীকার করছি, অপ্রীতিকর মন্তব্য করেছিলাম, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিল। জিদান জানে, ওঁর প্রতি আমার অগাধ সম্মান রয়েছে, সব ফরাসিদের মতোই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল বিয়ের পর মুসলিম হওয়া ভিভিয়ান ডিসেনা থেকে শেহজাদা-শিল্পা, বিগ বস ১৮-তে এলেন কারা IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ জেতার আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমন! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে কিছুটা বেশি বৃষ্টি ৪ জেলায়, চতুর্থী থেকেই ‘খেলা’ ঘুরছে, তারপরে ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.