বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ফ্রি ট্রান্সফারে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপে

ফ্রি ট্রান্সফারে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপে

ফ্রি ট্রান্সফারে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপে।

আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। পাঁচ বছরের চুক্তিতে ছোটবেলার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপে। সোমবার আনুষ্ঠানিক ঘোষণাও করে দেওয়া হল ক্লাবের তরফে।

শুভব্রত মুখার্জি: জল্পনা ছিলই। দীর্ঘ এক বছর ধরে চলা জল্পনাই অবশেষে সত্যি হল সোমবার রাতে। প্রত্যাশামতোই স্প্যানিশ জায়ান্ট তথা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তরুণ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ফ্রি ট্রান্সফারে ৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ফরাসি তারকা। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল এমবাপের। তার পরেই তিনি ফ্রি এজেন্ট হয়ে যান। অর্থাৎ কোনও ট্রান্সফার ফি না দিয়েই তাঁকে দলে নিল রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: গর্ব করার মতো দল গড়ছি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল- মরশুম শুরুর অনেক আগেই হুঙ্কার EB কোচ কুয়াদ্রাতের

চারপাশের গুঞ্জনের মাঝে বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার সেটাও হয়ে গেল। ছোটবেলার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হলেন কিলিয়ান এমবাপে। কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছে ক্লাব। সেই উৎসবের রেশ‌ কাটতে না কাটতেই সোমবার রাতে এমবাপের সঙ্গে চুক্তির ঘোষণা করল রিয়াল। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বার্নাব্যু-তে এলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। শেষ ২০২২ বিশ্বকাপের ফাইনালে রানার্স আপ হয় ফ্রান্স। ফাইনালের সেই রাতে মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও ম্যাচ জেতাতে পারেননি এমবাপে।

আরও পড়ুন: রেকর্ড আমার পিছনে ছোটে… সৌদি প্রো লিগে নতুন রেকর্ড গড়ে চাঞ্চল্যকর দাবি রোনাল্ডোর

ঘটনাচক্রে কয়েক বছর আগেই রিয়ালে যোগ দেওয়ার দোরগোড়ায় ছিলেন ফরাসি তারকা। তবে শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি সেরে ফেলেন তিনি। পিএসজি এবারও‌ তাঁকে ধরে রাখার চেষ্টা করেছিল।তবে তারা তা পারেনি। গত মাসে তিনি নিজেই জানিয়ে দেন, পিএসজি-তে তাঁর ৭ বছরের অধ্যায় শেষ হতে চলেছে। উল্লেখ্য, দেশের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২০-২১ উয়েফা নেশন্স লিগও জিতেছেন তিনি।

আরও পড়ুন: সুনীলের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে ছক কষে ফেলেছেন স্টিম্যাচ

ক্লাব ফুটবলে মোনাকায় একবার লিগা ওয়ান জিতে যোগ দেন পিএসজিতে। পিএসজির হয়ে ছয় বার লিগা ওয়ান চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। টানা পাঁচ বার পেয়েছেন ফ্রান্সের শীর্ষ লিগের মরশুম সেরা ফুটবলারের পুরস্কার। ক্লাবের ইতিহাসে এখন রেকর্ড গোলদাতাও তিনি। তবে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হল না ২৫ বছর বয়সী তারকার। ইউরোর জন্য এখন জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। এই ইউরোর অভিযান শেষে সান্তিয়াগো বার্নাব্য়ু যোগ দেবেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.