এবার ব্য়বসায় নামতে চলেছেন কিলিয়ান এমবাপে। ফরাসি ফুটবল তারকা এবার নাম লেখাবেন ফুটবল ক্লাবের মালিকানার ব্যবসায়। দীর্ঘদিন ধরেই ফুটবল ক্লাবের কর্ণধার রয়েছেন ডেভিড বেকহ্যাম। তাঁর ক্লাব ইন্টার মিয়ামিতে নিয়ে গেছেন লিওনেল মেসিকে। এবার বেকহ্যামের পথে হেঁটেই ফুটবল ক্লাব কিনতে চলেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। চলতি মরসুমেই তিনি ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। ইতিমধ্যেই তাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশও হয়েছে গেছে মাদ্রিদে। এবার সামনে এল বড় তথ্য। ফ্রান্সের ক্লাব দল ছাড়লেও নিজের দেশের সঙ্গে পুরনো এক ক্লাবের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চলেছেন তারকা স্ট্রাইকার।
আরও পড়ুন-ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছলেন হিটম্যান! কথা বললেন লঙ্কান তারকার সঙ্গে…
রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার আগে মূলত ফ্রান্সের ক্লাব দলেই খেলেছে এসেছেন কিলিয়ান এমবাপে। শুরুর দিকে এসি মোনাকোতে খেলার পর লিওনেল মেসিদের পাশে প্যারিস সেন্ট জার্মেইনে সই করেন তিনি। দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও নিয়মিত লিগ ওয়ানে দলকে সাফল্য দিতেই এই তারকা স্ট্রাইকার। চ্যাম্পিয়নও করেছেন বহুবার দলকে। এবার লিগ টু-এর ক্লাব এসএম কায়েনে বিনিয়োগ করতে চলেছেন তিনি। মোনাকোতে সই করার আগে ২০১৮ সালে এই ক্লাবের হয়েই খেলেছিলেন তরুণ কিলিয়ান এমবাপে। এরপর জেতেন ফুটবল বিশ্বকাপ।
আরও পড়ুন-রাউন্ড অফ সিক্সটিন বলে নয়, আমার ফোকাস সব ম্যাচে নিজের সেরাটা দেওয়াঃ বললেন মনিকা
জানা যাচ্ছে, এসএম কায়েন দলের মার্কিন বিনিয়োগকারী ওকট্রির থেকে ৮০ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছেন কিলিয়ান এমবাপে। এই দল গত মরসুমের লিগ টুতে ষষ্ঠ স্থানে শেষ করেছিল। কিলিয়ান এমবাপে ছাড়াও ফ্রান্সের এই দলের হয়ে অতীতে খেলেছেন এনগোলো কন্তের মতো বিশ্ব কাঁপানো তারকারা।
আরও পড়ুন-অলিম্পিক্স থেকে বিদায়, এবার কি অবসর? প্রশ্নের মুখে বেজায় চটলেন রাফায়েল নাদাল…
১৯১৩ সালে পথ চলা শুরু হয় এই ক্লাবের। আগামী মরসুমেও দ্বিতীয় ডিভিশনের লিগেই খেলবে কিলিয়ান এমবাপের কেনা এই ক্লাব। নিজে যখন রিয়াল মাদ্রিদের ক্লাব ফুটবলে অধরা স্বপ্ন অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা চালাবেন এমবাপে, তখনই তাঁর কেনা ক্লাব লড়াই চালাবে ফ্রান্সের প্রথম সারির লিগে খেলার যোগ্যতা অর্জন করার। এবছরই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের পাশে খেলার জন্য প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বিশ্বকাপজয়ী তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।