অনূর্ধ্ব ১৭ মহিলা এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে দুর্দান্ত সূচনা ভারতের। সোমবার ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে স্বাগতিক কিরগিজ প্রজাতন্ত্রের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল ভারতীয় অনূর্ধ্ব-১৭। ২-১ ব্যবধানে জয় পায় ভারতের খুদে বাঘিনীরা। দলের অধিনায়ক জুলন নংমাইথেম নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল মারেন এবং দলকে জয় এনে দেন। (আরও পড়ুন: ৬২'তে সোনালী অধ্যায়ের সাক্ষী থাকা ইন্দোনেশিয়া কি দেখল ভারতীয় ফুটবলের সূর্যোদয়?)
তখন ৯০ মিনিট হতে ৬-৭ সেকেন্ড বাকি আর মাত্র। কর্নার থেকে নিখুঁত ক্রস এল এবং বুলেট গতিতে তা জালে জড়ালেন জুলন নংমাইথেম। আর এভাবেই অনূর্ধ্ব মহিলা এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারায় ভারতের খুদে বাঘিনীরা। এদিকে জয়সূচক গোল করা ১৪ বছর বয়সি জুলন সম্প্রতি তাঁর বাবাকে হারিয়েছেন। মণিপুরের বাসিন্দা জুলন এর আগে সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই জয় বাবাকে উৎসর্গ করেছিলেন। জুলন সেই টুর্নামেন্টে এমভিপি হয়েছিলেন।
এদিকে এই বাছাই পর্বে এরপরে ভারতীয় দল মুখোমুখি হবে উজবেকিস্তানের। সেই ম্যাচে জিতলেই তাঁরা আগামী বছরের চিনে অনষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব ১৭ এশিয়া কাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলবে। এদিকে গতকালকের ম্যাচে ভারত প্রথমার্ধের ২৭ মিনিটে পার্ল ফার্নান্ডেসের গোলে এগিয়ে গিয়েছিল। এর ৬ মিনিট পরই ফের সমতায় ফেরে কিরগিজস্তান। এরপর ম্যাচের নিয়মিত সময়ের শেষ মিনিটে গোল মারেন জুলন। ভারত এরপরে ১৭ অক্টোবর উজবেকিস্তানের মুখোমুখি হবে। তার আগে অবশ্য কিরগিজস্তান বনাম উজবেকিস্তান ম্যাচটি হবে। উল্লেখ্য, ভারতের গ্রুপ থেকে একটি দলই এশিয়া কাপের যোগ্যতা অর্জন করবে। ২০২৬ সালের মে মাসে ১২ দলের অনূর্ধ্ব ১৭ মহিলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে চিনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।