গত ম্যাচে লিগে একেবারে নীচের সারিতে থাকা কাডিজের বিরুদ্ধে পরাজয়ে প্রথম চারের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে ঠিক তার পরের ম্যাচেই, ইউরোপিয়ান ফুটবলের জন্য লড়াই করা রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর ১-০ ব্যবধানে ম্যাচ জিতে, আবারও লিগ তালিকায় দুইয়ে উঠে এল বার্সা।
নিজেদের ঘরের মাঠে সোসিয়াদাদ ম্যাচের সিংহভাগ সময়টাই দাপট দেখালেও, বার্সাকে জয় এনে দিলেন তাদের তারকা স্ট্রাইকার পিয়ের-এমরিক অবামেয়াং। উসমান দেম্বেলে বার্সার হয়ে প্রথমে গোল করার সুযোগ পেলেও, তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ম্যাচের ১১ মিনিটে ফেরান তোরেসের ক্রস থেকে জোরালো হেডারে ম্যাচের একমাত্র গোলটি করেন অবামেয়াং। এটি এ মরশুমে তাঁর নবম লা লিগা গোল। ঘটনাক্রমে এই গোলের সুবাদেই এ মরশুমে গ্যাবন তারকা বার্সার সর্বোচ্চ স্কোরারও (মেমফিস ডিপাইয়ের সঙ্গে যুগ্মভাবে) হয়ে গেলেন। মোট ১৭ ম্যাচ খেলে তিনি ১১টি গোল করেছেন।
ম্যাচের বেশিরবাগ সময়ই সোসিয়াদাদ দাপট দেখালেও আলেকজান্ডার ইসাক ও আলেকজান্ডার সরলথের দুই অভাবনীয় মিস এবং বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনের তিনটি অনবদ্য সেভের সুবাদে গোলের দরজা খুলতে পারেনি সোসিয়াদাদ। এই ম্যাচ হেরে ৫৫ পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকল। বার্সার সংগ্রহ ৬৩ পয়েন্ট। বার্সা বাকিদের থেকে অবশ্য একটি ম্যাচ কম খেলেছেন। তাদের পরের খেলা রায়ো ভায়োকানোর বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।