আরও একবার রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়ে উঠলেন ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। তাঁর গোলেই রায়ো ভায়োকানোর কঠিন চ্যালেঞ্জ সামলে কোনোক্রমে ১-০ ব্যবধানে ম্যাচ জিতল লা লিগার লিডাররা। অপরদিকে, মাঝ সপ্তাহে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ড্রয়ের পরে, লিগে জয়ে ফিরল অ্যাটলেটিকো মাদ্রিদও। সেল্টা ভিগোকে তারা ২-০ গোলে হারায়।
এই মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন বেঞ্জেমা। তবে তাঁর চোট লাগায় বেশ সমস্যায় পড়তে হয়েছিল রিয়ালকে। কিন্তু ধীরে ধীরে নিজের সেরা ফর্ম ও ফিটনেসে ফিরছেন তারকা স্ট্রাইকার। ভায়োকানোর বিরুদ্ধে এ মরশুমে রিয়ালের আরেক ইনফর্ম খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়ারের অ্যাসিস্ট থেকে ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন বেঞ্জেমা। বেঞ্জেমার থ্রু বল থেকে অবশ্য গোল করার সুযোগ ছিল ভিনিসিয়াসের কাছে। কিন্তু তিনি তা না করে তবে দুর্দান্ত পাস দিয়ে নিজের রান চালিয়ে যাওয়া বেঞ্জেমাকে প্রায় ফাঁকা গোলে ট্যাপ ইন করার জন্য ফিরতি পাস দেন ভিনিসিয়াস। তা থেকে গোল করতে কোনো ভুল করেননি বেঞ্জেমা।
প্রথমার্ধে অবশ্য ভায়োকানোই বেশি ভাল খেলছিল। ভায়োকানোর চাপেই রিয়াল বারবার ভুল করছিল। কিন্তু আক্রমণ বিভাগে ভায়োকানোর দক্ষতার অভাবই কাল হল। বেঞ্জেমা এবং মার্কো অ্যাসেনসিও রিয়ালের হয়ে প্রথমার্ধে সুযোগ পেলেও গোল করতে পারেননি। প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়। ক্যাসেমিরো অবশ্য রিয়ালের হয়ে জালে একবার বল জড়িয়ে ছিলেন বটে, তবে ভায়োকানোর খেলোয়াড়কে ফাউল করায় তা বাতিল হয়। দ্বিতীয়ার্ধেও ভায়োকানোর হয়ে মারিও সুয়ারেস, অস্কার ট্রেহো, আলভারো, সকলেই গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। শেষমেশ ক্লান্ত ভায়োকানোর বিরুদ্ধে গোল করে রিয়ালকে জিতিয়ে দেন বেঞ্জেমা।
অপরদিকে, মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকোর হয়ে ব্রাজিলিয়ান ফুলব্যাক রেনান লদি জোড়া গোল করেন। ৩৬ মিনিটে বক্সের ভেতর থেকে প্রথম পোস্টে তিনি বল জড়ান আর দ্বিতীয় গোলের ক্ষেত্রে জেফ্রি কনডগবিয়া সেল্টা ভিগোর ডিফেন্সের ওপর দিয়ে দেওয়া পাস দখলে এনে বল জালে জড়িয়ে দেন। এই জয়ের ফলে অ্যাটলেটি ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল। তবে পাঁচে থাকা বার্সার থেকে তারা দুই ম্যাচ বেশি খেলেছে। অপরদিকে, রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে লিগ শীর্ষে নয় পয়েন্টে এগিয়ে গেল। ২৬ ম্যাচে তাদের দখলে ৬০ পয়েন্ট রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।