যত দিন যাচ্ছে রিয়াল মাদ্রিদের লা লিগা খেতাব জয় আরও সুনিশ্চিত হয়ে উঠছে। গেতাফের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সহজ ম্যাচ জিতে খেতাব নিজেদের নামে করার দিকে আরও একধাপ এগোল রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদেরই আরেক দল তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকে মায়োকার কাছে ১-০ হারতে হল।
রিয়ালের হয়ে ম্যাচের ৩৮ মিনিটে স্বদেশীয় ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে ডাইভিং হেডারে প্রথম গোলটি করেন কাসেমিরো। দ্বিতীয়ার্ধে আরেক ব্রাজিলিয়ান, রড্রিগোর অ্যাসিস্ট থেকে গোল করে লস ব্লাঙ্কোসের হয়ে সহজ জয় সুনিশ্চিত করেন লুকাস ভাজকেজ। তবে চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে মায়োকার বিরুদ্ধে একগুচ্ছ তারকাকে বিশ্রাম দেওয়ার জেরেই ডুবতে হল অ্যাটলেটিকোকে।
অ্যাটলেটি ডিফেন্ডার রেইনাল্ডো মায়োকার পাবলো মাফেওকে ফাউল করার জেরে পেনাল্টি পায় অবনমনের লড়াইয়ে থাকা মায়োকা। সেই পেনাল্টি থেকেই ৭১ মিনিটে গোল করে মায়োকার জয় সুনিশ্চিত করেন স্ট্রাইকার ভেদাত মুরিকি। সাত ম্যাচ হারার পরে এই প্রথম জয় পেল মায়োকা। অপরদিকে, নাগাড়ে ছয় ম্যাচ জয়ের পরে প্রথম হারেই অ্যাটলেটির লা লিগা খেতাব ডিফেন্ড করার আশা প্রায় শেষ হয়ে গেল। লিগ লিডার রিয়াল মাদ্রিদের থেকে ১৫ পয়েন্ট পিছনে, ৫৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে আছেন তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।