১ দিন আগেই ছুরিকাহত হতে হয়েছিল স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের বাবাকে। নিজের পোষ্যকে নিয়ে বুধবার রাতে ঘুরতে বেডিয়েছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই। কাতালান শহরের মাতারো এলাকায় রাতের বেলায় হঠাৎই এক পার্কিং লটে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় স্পেনের তারকা ফুটবলারের বাবার। তখনকার মতো দুষ্কৃিতারা চলে গেলেও এরপর চারজন ফিরে এসে চড়াও হয় মৌনিরের ওপর। একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকেন ইয়ামালের বাবাকে, তাতেই কার্যত মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই ঘটনায় ৪জন গ্রেফতার করল স্পেনের কাতালান পুলিশ।
আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনার পর প্রকাশ্যে এল ফ্লিনটফের ছবি! চিনতেই পারবেন না তারকাকে, আসবে চোখে জলও
বার্সেলোনা থেকে প্রায় ৩০ কিমি দূরে ক্যান রুটি হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে স্পেনের এই তারকা ফরওয়ার্ডের বাবার। ঘটনার পরের দিন রাতে নিজে গিয়ে হাসপাতালে বাবার সঙ্গে দেখা করেন আসেন সদ্য ইউরো কাপজয়ী ফুটবলার লামিন। ইতিমধ্যেই নতুন ফুটবল মরশুম শুরু হয়ে গেছে, তার মধ্যেই পরিবারের ওপর এমন আঘাত আসায় কিছুটা হতবাক ইয়ামাল, স্বাভাবিকভাবেই খেলা থেকে মন সরে আপাতত বাবার দিকেই মন পড়ে রয়েছে তাঁর।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের দল থেকে বাদের জবাবটা মাঠেই দিতে চান বিরক্ত স্মিথ!খেলবেন আইপিএলেও!
আপাতত সংকটমুক্ত নাসরাউই সোশাল মিডিয়ার নিজের বন্ধ বান্ধবদের ধন্যবাদ জানিয়েছেন কঠিন সময় তাঁর পাশে থাকার জন্য। তিনজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাতেই গ্রেফতার করে মাতারো এলাকার পুলিশ, অপরজনকে বৃহস্পতিবার গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আদৌ তাৎক্ষনিক হয়ে যাওয়ার ঝগড়ার জন্য, নাকি পুরনো কোনও শত্রুতা থেকে মৌনির ওপর হামলা চালিয়েছেন দুষ্কৃতিরা, তা খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন-বাংলাদেশে অশান্তির জের! মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব! নাকচ বিসিসিআইয়ের
স্পেনের এই ১৭ বছর বয়সী ফুটবলার সদ্য সমাপ্ত ইউরো কাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম বড় কারণ ছিলেন। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো গোলের পাশাপাশি গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ফুটবল খেলেন এই তারকা মিডিয়ো। এবারে তিনি বার্সেলোনায় খেলছেন। আগামী দিনে কার্লো আনসেলোত্তির শক্তিশালী রিয়ালের বিপক্ষে লড়াই দিতে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা দলের বড় ভরসা হতে চলেছেন ইয়ামাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।