অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই। নিজের বাড়ির কাছেই তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতিরা। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মাটিতে ফেলে ছুড়ি দিয়ে হামলা চালানো হয়, যার জেরে হতবাক হয়ে গেছে ইয়ামালের পরিবার। একাধিকবার ছুড়ি দিয়ে আঘাত করা হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়,তাঁর অবস্থাও এখন স্থিতিশীল। ইমালের বাবাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় বুধবার রাতে, তখন তাঁর অবস্থা ছিল সংকটজনক, এরপর চিকিৎসকদের তৎপরতায় অবস্থার উন্নতি হয় স্পেনের জাতীয় দলে ফুটবলার লামিন ইয়ামালের বাবার। ঘটনার আকস্মিকতায় যথেষ্টই ভিত এবং সন্ত্রস্ত ইয়ামাল পরিবার।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
ঘটনার সূত্রপাত কথা কাটাকাটিকে কেন্দ্র করে। মাতারো প্রদেশের এক কার পার্কিং এলাকায় নিজের পোষ্যকে নিয়ে বুধবার রাতে হাঁটতে বেরিয়েছিলেন লামিন ইয়ামালের বাবা মৌনির। প্রত্যেক দিনই তিনি এরকম সময় বেরোন। এরপর পার্কিং লটে কয়েকজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। তখনকার মতো তাঁরা চলে গেলেও, কিছুক্ষণ পরই ফিরে আসেন। এরপর লামিন ইয়ামালের বাবাকে একা পেয়ে একাধিকবার তাঁকে ছুড়িকাহত করে দুষ্কৃতিরা। বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো প্রদেশে এই ঘটনাটি ঘটেছে, আহত হয়ে মাটিতেই লুটিয়ে পড়েন মৌনির। এখানেই ছোট থেকে বড় হয়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার। বর্তমানে লামিনের বাবা সেখানেই থাকেন নিজের মায়ের সঙ্গে।
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
ইতিমধ্যেই ঘটনায় কয়েকজনকে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে কাতালানের আঞ্চলিক পুলিশ। ঠিক কি কারণে তাঁরা এমন আক্রমণ চালিয়েছেন, একান্তই বাক্য বিনিময়ের জন্য,নাকি অতীতে কোনও রাগ ছিল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ, আপাতত স্থিতিশীল রয়েছেন স্পেনের তারকা ফরওয়ার্ডের বাবা। তবে তাঁদের গোটা পরিবারই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
স্পেনের লামিন ইয়ামাল সদ্য জিতেছেন ইউরো কাপ। একাধিক ম্যাচে করেছেন দুরন্ত পারফরমেন্স। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে বাঁ পায়ে অসাধারণ গোল করেছিলেন, যা দেখে কার্যত স্তব্ধ হয়ে গেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার ক্লাবের জার্সিতে ফের ফরাসি তারকা কিলিয়ান এমবাপের মুখোমুখি হবেন এমবাপে। কার্লো আনসেলোত্তির রিয়ালের এমবাপে, জুনিয়র, রদ্রিগোদের রোখার চ্যালেঞ্জ বার্সেলোনার লামিন ইয়ামালের কাছে। দলের কনিষ্ঠ ফুটবলার হিসেবে তিনি দায়িত্ব নিয়ে হ্যান্সি ফ্লিকের বার্সাকে আগামী দিনে ফের সাফল্যের সরণীতে ফেরাতে পারেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।