শুভব্রত মুখার্জি: প্রিমিয়র লিগের খেতাবি দৌড়ে কিছুটা হলেও ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি। লিগ তালিকার নীচের দিকে থাকা ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বসল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। কখনও তাদের তিন পয়েন্টের পথে বাধা হয়ে দাঁড়াল পোস্ট, তো কখনও গোলের একেবারে সামনো পৌঁছেও গোল করতে ব্যর্থ হলেন ম্যান সিটির স্ট্রাইকাররা। বল নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য রেখেও লক্ষ্যে কেবল চারটি শট নিতে পারল সিটি। তবে কোনওটায় গোল হয়নি। ফলে ক্রিস্টাল প্যালেসের কাছে মূল্যবান দু'টি পয়েন্ট হারাতে হল পেপ গুয়ার্দিওলার দলকে।
ক্রিস্টাল প্যালেসের মাঠে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে টানা দুই জয়ের পর ড্র করল সিটি। এই নিয়ে চলতি আসরে চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।
এই মুহূর্তে সিটি লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে আসল। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৬৬। ফলে চাপে থাকল ম্যান সিটি।
প্যালেসের গোলের উদ্দেশ্যে ১৩টি শট নেয় সিটি, যার চারটি ছিল লক্ষ্যে। পরবর্তীতে আরও পাঁচটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। মোদ্দা কথা, ঘ্যানঘ্যানে জঘন্য ফুটবল খেলে ১ পয়েন্ট নিয়েই ম্যান সিটিকে সন্তুষ্ট থাকতে হ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।