বাবারা সবাই বিশ্বফুটবলের মস্ত বড় হিরো। তাঁদের খেলা দেখার জন্য বিশ্বফুটবল রাত জাগে। সেই লিওনেল মেসি, লুইস সুয়ারেজের ছেলেদেরও ক্লাব ফুটবলে অভিষেক হয়ে গেল। সম্প্রতি আর্জেন্তিনায় যুব প্রতিযোগিতায় মাঠে নামলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজের ছেলেরা। প্রথম দিনেই হাল্কা স্কিল দেখিয়ে তাঁরা বুঝিয়েও দিলেন, বাপ কা বেটা।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
ছেলের খেলা দেখতে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী-
নিজের ছেলের খেলা দেখতে অবশ্য এদিন মাঠে ছিলেন না আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে উপস্থিত ছিলেন থিয়াগো মেসির মা অর্থাৎ লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজো। এছাড়া দাদু দিদা জোর্গে মেসি এবং সেলিয়া কুচিতিনিও এসেছিলেন নাতির খেলা দেখতে। খুদে মেসি কেমন কেমন অভিষেকে সেদিকে তো পরিবারের সকলের নজর থাকবেই।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
হেরে গেল মেসির ছেলের দল-
রোজারিওতে নিউওয়েল কাপে অনূর্ধ্ব ১৩ বিভাগে প্রথম ম্যাচেই তাঁরা ০-১ গোলে হেরে গেল নিউওয়েল ওল্ড বয়েজের বিপক্ষে। মেসি এবং সুয়ারেজের ছেলে একই দল অর্থাৎ বাবারা যে দলের হয়ে খেলে, সেই ইন্টার মিয়ামির হয়েই খেলতে নেমেছিলেন। মেসি নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিল এই রোজারিও থেকেই। ফলে এই জায়গার সঙ্গে নারীর টান রয়েছে লিওর।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
ছোট সুয়ারেজের সঙ্গে খেলেন ছোট মেসি-
থিয়াগো মেসিকে দ্বিতীয়ার্ধে সাবস্টিটিউট করা হয়। তিনি মাঠে থাকাকালীন খেলেন ছোটবেলার বন্ধু এবং বাবার বন্ধুর ছেলে বেঞ্জামিন সুয়ারেজের সঙ্গে। বেঞ্জামিন উরুগুয়ের স্ট্রাইকার তথা মেসির দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজের ছেলে। ইন্টার মিয়ামি নিউজ হাবের পক্ষ থেকে বেঞ্জামিন সুয়ারেজের ফুটবল স্কিলের কিছু ভিডিয়ো প্রকাশ করা হয়।
মেসি-সুয়ারেজ-মাশ্চেরানো জুটি ফিরছে-
মেজর লিগ সকার থেকে ইন্টার মিয়ামি দলের দ্রুত ছিটকে যাওয়ার পর বর্তমানে রোজারিওতেই ছুটি কাটাচ্ছেন মেসি এবং সুয়ারেজ। রবিবার এই কমপ্লেক্সেই তাঁরা ইন্টার মিয়ামির অনূর্ধ্ব ১৩ দলের ম্যাচ দেখতে এসেছিলেন। সম্প্রতি ইন্টার মিয়ামির সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করেছেন লুইস সুয়ারেজ। তাঁদের নতুন কোচ নির্বাচিত হয়েছে আর্জেন্তাইন জাভিয়ার মাশ্চেরানো। একসঙ্গে তাঁরা বার্সায় সময় কাটিয়েছেন দীর্ঘদিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।