বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > স্ত্রীকে চুম্বন, পড়শিদের উল্লাস, কোপা জয়ের পর দেশে ফিরে উৎসবের জোয়ারে ভাসলেন লিও মেসি, দেখুন ভিডিও

স্ত্রীকে চুম্বন, পড়শিদের উল্লাস, কোপা জয়ের পর দেশে ফিরে উৎসবের জোয়ারে ভাসলেন লিও মেসি, দেখুন ভিডিও

মেসি এবং অ্যান্তোনেলা। ছবি- টুইটার।

করোনা পরিস্থিতিতে দলের সঙ্গে ব্রাজিলে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্তাইন ফুটবলারদের পরিবার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাস্ত করেছে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্তিনা। মেসির প্রথম আন্তর্জাতিক খেতাব জয়ের পাশপাশি লা আলবিসেলেস্তের দীর্ঘ ২৮ বছরের ট্রফি জয়ের অপেক্ষারও অবসান ঘটেছে।

এরপরেই দেশে ফিরে স্বাভাবিকভাবেই উৎসবের জোয়ারে ভেসেছেন মেসিসহ গোটা আর্জেন্তিনা দল। করোনা পরিস্থিতিতে দলের সঙ্গে ব্রাজিলে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্তাইন ফুটবলারদের পরিবার। তবে খেতাব  জিতেই মাঠে নিজের পরিবারের সঙ্গে ভিডিওতে কথা বলতে দেখা যায় মেসিকে। দেশের মাটিতে পা রাখতেই উচ্ছ্বাসে গদগদ লিও পত্নী অ্যান্তোনেলা।

মেসিকে স্বাগত জানাতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী। দেখা মিলতেই মেসির কোলে ঝাপিয়ে পড়ে মুহূর্তেই তাঁকে চুম্বন করেন আবেগঘন অ্যান্তোনেলা। এরপরে বাড়ি ফিরেও পড়শিরা এলএম১০-কে ঘিরে আনন্দের জোয়ারে ভাসেন। জয়ধ্বনি ওঠে আর্জেন্তাইন অধিনায়কের নামে।

ফাইনালে গোল করে আর্জেন্তিনাকে জয় এনে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্যারিস সাঁ-জাঁ তারকা বাড়ি ফিরলে তাঁর ক্ষেত্রে ছবিটা প্রায় একইরকম। প্রায় তিন দশকের অপেক্ষার কোপা জয় আর্জেন্তাইন জনগণের কাছে কতটা আনন্দের, তা এই ঘটনাগুলি স্পষ্টতই প্রমাণ করে দেয়। এরপরে কয়েকদিন বিশ্রামের পাশপাশি শীঘ্রই মেসির ভাগ্য নির্ধারণও হয়ে যাবে। ক্লাবে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও মেসির বার্সালোনাতেই থাকার সম্ভাবনা প্রবল।

বন্ধ করুন