বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > 'শাস্তি' দিচ্ছে PSG, মরশুমের শেষে ফরাসি ক্লাব ছাড়ছেন মেসি: রিপোর্ট

'শাস্তি' দিচ্ছে PSG, মরশুমের শেষে ফরাসি ক্লাব ছাড়ছেন মেসি: রিপোর্ট

লিওনেল মেসি। ছবি- রয়টার্স  (REUTERS)

পিএসজির শাস্তির মুখে পড়তে চলেছেন লিওনেল মেসি। আর এই মরশুম শেষ করেই ফরাসি ক্লাব ছাড়তে চলেছেন আর্জেন্তাইন তারকা। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

বিশ্ব ফুটবলে এই মুহূর্তে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। পিএসজি'র থেকে অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় তাঁকে দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। ওই দু'সপ্তাহ ফ্রান্সের ক্লাব দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন বিশ্বকাপজয়ী মহাতারকা। খেলতে পারবেন না কোনও ম্যাচ খেলতে পারবেন না। লিগ ওয়ানে কমপক্ষে দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। সেইসঙ্গে তাঁর বেতনও কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে মেসি একটি বানিজ্যিক প্রচারের কারণে সৌদিতে গিয়েছিলেন। সৌদির পর্যটনের প্রচারের জন্য মেসিকে সেখানে নিয়ে যাওয়া হয়। যা মোটেই ভালো ভাবে নেয়নি তাঁর ক্লাব। যার জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

 

শুধু তাই নয়, পিএসজি সমর্থকদের রোষের মুখেও পড়েছেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসিকে সাসপেন্ড করার পরই তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলেন পিএসজির সমর্থকরা। পরিস্থিতি যে মোটেই ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না। এই ডামাডোল পরিস্থিতির মধ্যে এবার জানা গেল পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন মেসি। যদিও সরকারি ভাবে এখনই কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

এই মরশুম শেষ করেই মেসি পিএসজির সঙ্গে চুক্তি শেষ করবে। পাশাপাশি এও জানা গিয়েছে, মেসির সঙ্গে নেইমারও পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে না। স্বাভাবিক ভাবেই বেশ চাপে পড়ে গেলেন কিলিয়ান এমবাপে।

মেসির পিএসজি ছাড়ার কথা প্রাকাশ্যে এনেছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাবরিজো রোমানো। সেই সাংবাদিক জানিয়েছেন, 'এই ঘটনার পর আর কোনও জল্পনা নেই লিওনেল মেসির পিসএসজির ছাড়া নিয়ে। কারণ এক মাস আগে মেসির বাবার সঙ্গে ক্লাবের কথা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।'

তাহলে পরের মরশুমে কোথায় দেখা যেতে পারে মেসিকে? জল্পনা চলছেই। মনে করা হচ্ছে মেসির পুরনো ক্লাব ন্যু ক্যাম্পে যোগ দিতে পারেন আর্জেন্তাইন তারকা। তবে এখনই কোনও কিছু স্পষ্ট নয়। পিএসজির সঙ্গে মেসির এই মুহূর্তে যে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ২০২১ সালে বার্সেলানো ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু প্যারিসে নিজের সেরাটা মেলে ধরতে পারেননি। ৬৯ টি ম্যাচে মাত্র ৩১ টি গোল করেছেন। তাঁর এই পারফরম্যান্সে কর্তারাও খুব একটা খুশি ছিলেন না। এবার নতুন কোন ক্লাবে যোগ দেন সেটাই এখন দেখার বিষয়।

বন্ধ করুন