ফুটবল বিশ্বের দুই প্রান্তে দুই মহাতারকার হতাশা ও উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল মাত্র ১ মিনিটের ব্যবধানে। প্যারিসে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারের প্রথম লেগের ম্যাচে মাঠে নামে পিএসজি। অন্যদিকে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়র লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
প্যারিস সাঁ-জা'র হয়ে লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করে হতাশায় ডুবলেন, এক মিনিট পরে ম্যাঞ্চেস্টারের জার্সিতে গোল করে পরিচিত উচ্ছ্বাসে মাতলেন রোনাল্ডো। যদিও ম্যাচের শেষে হতাশ হতে হয়নি দুই মহাতারকার দলকেই। ম্যান ইউ যেখানে দুই পর্তুগীজ তারকার যুগলবন্দিতে প্রিমিয়র লিগে দাপুটে জয় তুলে নেয়, সেখানে ম্যাচের স্টপেজ টাইমে গোল করে পিএসজিকে উদ্ধার করে এমবাপে-নাইমার জুটি।
পিএসজি-বনাম রিয়াল মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজি ১-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬২ মিনিটে মেসির পেনাল্টি বাঁচিয়ে দেন রিয়াল গোলকিপার। শেষমেশ ৯০+৪ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে এমবাপে জয় এনে দেন পিএসজিকে।
ম্যাঞ্চেস্টার বনাম ব্রাইটন অ্যান্ড হোভ: প্রিমিয়র লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাইটনের লুইস ডাঙ্ক। ৯০+৭ মিনিটে পোগবার পাস থেকে ইউনাইটেডের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।